TRENDING:

Singer KK death: অনুষ্ঠান চলাকালীনই ঘামছিলেন, কলকাতার কনসার্টে শেষ গান কী ছিল তাঁর ? দেখুন ভিডিও

Last Updated:

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর ৷ কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রয়াত বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ৷ কলকাতায় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন KK ৷ নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষে অসুস্থ বোধ করেন তিনি ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর ৷ কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত ৷ জনপ্রিয় গায়কের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Singer KK Death) ৷
কৃষ্ণকুমার কুন্নাথ
কৃষ্ণকুমার কুন্নাথ
advertisement

হিন্দিতে ৫০০, অন্যান্য ভাষায় ২০০-র বেশি গান গেয়েছেন কেকে ৷ হিন্দি, তামিল, কন্নড়-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন কেকে ৷ বাংলাতেও একাধিক গান গেয়েছেন কেকে ৷ ‘হম দিল দে চুকে সনম’ সিনেমায় প্রথম বলিউড প্লে ব্যাকের সুযোগ পান কৃষ্ণকুমার কুন্নাথ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নজরুল মঞ্চে মঙ্গলবার রাতে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কেকে ছিলেন অত্যন্ত চনমনে। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চের এ পাশ থেকে ও পাশ। কিন্তু একই সঙ্গে তাঁকে অনেক ঘামতেও দেখা গিয়েছে ৷ তাহলে কী শো চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন তিনি ? এই সব অনেক প্রশ্নই এখন সামনে আসছে ৷ লাইভ শো-তে তাঁর শেষ গান ছিল, ‘‘ পল... ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...’’ ৷ অসুস্থ বোধ করায় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেকে-কে ৷ সেখানেই তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK death: অনুষ্ঠান চলাকালীনই ঘামছিলেন, কলকাতার কনসার্টে শেষ গান কী ছিল তাঁর ? দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল