কর্নাটকের হাম্পি শহরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বলিউড গায়ক কৈলাস খের। গায়কের কনসার্টে বিপুল সংখ্যক শ্রোতা হাজির হয়েছিলেন। সেখানেই ঘটে এই ঘটনা। গায়ককে ঘিরে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কেন, প্রশ্ন উঠছে চারদিকে।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
যে ব্যক্তি বোতল ছুড়েছিলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কর্নাটক পুলিশ। যদিও গায়ক এখন কেমন আছেন, সে খবর পাওয়া যায়নি।
যা জানা যাচ্ছে, দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন কারণ গায়ক কন্নড় গান গাইছিলেন না। কেবলই হিন্দি গান গাইছিলেন কৈলাস। সম্ভবত সেই রাগেই গায়ককে তাক করে বোতল ছোড়া হয়। একটুর জন্য বেঁচে গিয়েছেন কৈলাস। ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও আবার গান শুরু করেন তিনি। তার পরেই পুলিশ সেই অর্ধেক ভর্তি জলের বোতল সরিয়ে নেয় মঞ্চ থেকে।