রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রবিবার ছেলের নাম ঘোষণা করলেন অনীক নিজেই৷ নীল ও সাদা বেলুন দিয়ে সাজানো বাড়ি, এবং একই রঙের থিম কেক কেটে স্বাগত জানানো হয়েছে একরত্তিকে৷ নীল ও সাদা কেকের মাঝখানে লেখা স্বাগত আদবান৷ একরত্তিকে নিয়ে ঘটা করে সেলিব্রেশন পর্ব চলার পর ছেলে ও মেয়েকে নিয়ে ছবিতেও পোজ দিয়েছেন গায়ক ও তার স্ত্রী দেবলীনা৷ ছেলে ও মেয়ের ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
advertisement
আরও পড়ুন- এই বিশেষ ধাতুর গণেশ বাড়িতে আনলেই দূর হবে অভাব-অনটন! রাতারাতি বড়লোক হবেন
আরও পড়ুন- দুঃসংবাদ! ছেড়ে চলে গেল আদরের বোন, প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক৷ ফুটফুটে কন্যা সন্তানের পর এবার কোল আলো করে এল পুত্রসন্তান৷ ছেলের বাবা হলেন গায়ক৷ হাসপাতাল থেকে সুখবর জানিয়ে অনীক ধর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছিলেন, আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন। এবার ছেলের নাম প্রকাশ্যে এনে ভগবান, পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক৷
ধর পরিবারে এল নতুন অতিথি৷ আপাতত, সেই আনন্দেই আত্মহারা সকলে৷ সোশ্যাল মিডিয়ায় খুশির খবরে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি৷ খুশির খবর পেয়ে সকল ভক্তরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনীককে৷