TRENDING:

মুম্বইয়ের রাস্তায় এই বলি তারকার বিএমডব্লিউ গুড়িয়ে দিল ৩টি গাড়ি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন টেলি তারকা সিদ্ধার্থ শুক্লার গাড়ি ৷ অল্পের জন্য রেহাই পেলেও গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে ৷
advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল শনিবার সন্ধে ছ’টা নাগাদ মুম্বইয়ের ওয়াশিয়ারায় নিজের বিএমডব্লিউ এক্স৫ স্পোর্টস গাড়িটি চালাচ্ছিলেন সিদ্ধার্থ শুক্লা নিজেই ৷ সেই সময় বেসামাল হয়ে পড়েন অভিনেতা ৷ এবং পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে তাঁর বিএমডব্লিউ ৷ এরপরই রাস্তার পাশে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি ৷ এই ঘটনার জেরে তাঁর দামী গাড়িটির সামনের অংশ এক্কেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িটির পেছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ একই সঙ্গে অভিনেতার গাড়ির ধাক্কায় আহত হয়েছন তিনজন ৷ গোরেগাঁওয়ের ‘সিদ্ধার্থ হাসপাতাল’এ আহতদের নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত হয়েছেন সিদ্ধার্থও ৷ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই মুহূর্তে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷

advertisement

সিদ্ধার্থ শুক্লা ৷ ছবি: ফেসবুক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সিদ্ধার্থ ‘বালিকা বধূ’, ‘খতরো কে খিলাড়ি’ মতো জনপ্রিয় শোগুলিতে কাজ করেছেন ৷ এছাড়া ‘হাম্পি শর্মা কি দুলহনিয়া’এবং ‘সুরমা’তেও দেখা গিয়েছ এই অভিনেতা ৷ টেলি জগতের এক পরিচিত মুখ সিদ্ধার্থ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুম্বইয়ের রাস্তায় এই বলি তারকার বিএমডব্লিউ গুড়িয়ে দিল ৩টি গাড়ি