TRENDING:

গোপন কথাটি অবশেষে প্রকাশ্যে! এই তরুণ অভিনেতাই নাকি অমিতাভ-জয়ার হবু নাতজামাই

Last Updated:

Navya Naveli Nanda Boyfriend: এখানেই তিনি আলতো করে নাম না নিয়ে ছুঁয়ে যান নব্যাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : কাজ ও ব্যক্তিগত পরিসর, জীবনের দুই দিকের ক্ষেত্রেই শিরোনামে সিদ্ধান্ত চতুর্বেদী৷ শোনা যাচ্ছে তিনি আপাতত অমিতাভ ও জয়ার নাতনি নব্যা নভেলীর প্রেমে মগ্ন৷ আপাতত সিদ্ধান্ত ব্যস্ত ‘ফোন ভূত’-এর প্রচারে৷ এ ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কইফ এবং ঈশান খট্টরের সঙ্গে৷ ছবির প্রচারেও বহু বার দেখা গিয়েছে ত্রয়ীকে৷ প্রচার সংক্রান্ত একটি ইভেন্টেই তাঁদের একটি মজার প্রশ্ন করা হয়৷ জিজ্ঞাসা করা হয় তাঁদের নামে ছড়ানো এমন একটি গুজবের কথা, যা সত্যি হলে তাঁরা খুশিই হতেন৷
অমিতাভ ও জয়ার নাতনি নব্যা নভেলী
অমিতাভ ও জয়ার নাতনি নব্যা নভেলী
advertisement

এখানেই তিনি আলতো করে নাম না নিয়ে ছুঁয়ে যান নব্যাকে৷ বলেন ‘‘আমি প্রেম করছি, সম্পর্কে আছি কারওর সঙ্গে, এই গুজবটা যদি সত্যি হত, আমি খুশি হতাম৷ তবে বিগত বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে সিদ্ধান্ত ও নব্যা প্রণয়ের সম্পর্কে আছেন৷

মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতেও তাঁদের শরীরী ভাষা নজর কেড়েছে৷ সেখানে নব্যার সামনে সিদ্ধান্তের নাম এবং সিদ্ধান্তের সামনে নব্যার নাম চিৎকার করে বলেন পাপারাজ্জিরা৷ তবে পার্টিতে দুজনে একসঙ্গে আসেননি, আলাদা আলাদাই পৌঁছেছিলেন৷

advertisement

আরও পড়ুন :  ৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল

সেই পার্টির ভাইরাল একটি ক্লিপে দেখা যাচ্ছে সিদ্ধান্ত হাত নাড়তে নাড়তে এবং নমস্কারের ভঙ্গি করে চিত্রগ্রাহকদের সামনে দিয়ে যাচ্ছেন৷ হঠাৎই ভিড় থেকে অনেকে বলে ওঠেন ‘নব্যাও আসছেন৷’ উত্তরে সিদ্ধান্ত কী বলেছেন বোঝা যায়নি৷ তবে ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে তিনি স্মিত হেসে লাজুক মুখে ঢুকে গেলেন পার্টিতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে নব্যা বা সিদ্ধান্ত কেউই তাঁদের সম্পর্ক স্বীকার করেননি৷ অস্বীকারও করেননি৷ সিদ্ধান্ত আপাতত তাঁর আসন্ন হরর-কমেডি ‘ফোন বুথ’-এর প্রচারে ব্যস্ত৷ গুরমীত সিং পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
গোপন কথাটি অবশেষে প্রকাশ্যে! এই তরুণ অভিনেতাই নাকি অমিতাভ-জয়ার হবু নাতজামাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল