এখানেই তিনি আলতো করে নাম না নিয়ে ছুঁয়ে যান নব্যাকে৷ বলেন ‘‘আমি প্রেম করছি, সম্পর্কে আছি কারওর সঙ্গে, এই গুজবটা যদি সত্যি হত, আমি খুশি হতাম৷ তবে বিগত বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে সিদ্ধান্ত ও নব্যা প্রণয়ের সম্পর্কে আছেন৷
মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতেও তাঁদের শরীরী ভাষা নজর কেড়েছে৷ সেখানে নব্যার সামনে সিদ্ধান্তের নাম এবং সিদ্ধান্তের সামনে নব্যার নাম চিৎকার করে বলেন পাপারাজ্জিরা৷ তবে পার্টিতে দুজনে একসঙ্গে আসেননি, আলাদা আলাদাই পৌঁছেছিলেন৷
advertisement
আরও পড়ুন : ৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল
সেই পার্টির ভাইরাল একটি ক্লিপে দেখা যাচ্ছে সিদ্ধান্ত হাত নাড়তে নাড়তে এবং নমস্কারের ভঙ্গি করে চিত্রগ্রাহকদের সামনে দিয়ে যাচ্ছেন৷ হঠাৎই ভিড় থেকে অনেকে বলে ওঠেন ‘নব্যাও আসছেন৷’ উত্তরে সিদ্ধান্ত কী বলেছেন বোঝা যায়নি৷ তবে ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে তিনি স্মিত হেসে লাজুক মুখে ঢুকে গেলেন পার্টিতে৷
তবে নব্যা বা সিদ্ধান্ত কেউই তাঁদের সম্পর্ক স্বীকার করেননি৷ অস্বীকারও করেননি৷ সিদ্ধান্ত আপাতত তাঁর আসন্ন হরর-কমেডি ‘ফোন বুথ’-এর প্রচারে ব্যস্ত৷ গুরমীত সিং পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর৷