TRENDING:

গোপন কথাটি অবশেষে প্রকাশ্যে! এই তরুণ অভিনেতাই নাকি অমিতাভ-জয়ার হবু নাতজামাই

Last Updated:

Navya Naveli Nanda Boyfriend: এখানেই তিনি আলতো করে নাম না নিয়ে ছুঁয়ে যান নব্যাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : কাজ ও ব্যক্তিগত পরিসর, জীবনের দুই দিকের ক্ষেত্রেই শিরোনামে সিদ্ধান্ত চতুর্বেদী৷ শোনা যাচ্ছে তিনি আপাতত অমিতাভ ও জয়ার নাতনি নব্যা নভেলীর প্রেমে মগ্ন৷ আপাতত সিদ্ধান্ত ব্যস্ত ‘ফোন ভূত’-এর প্রচারে৷ এ ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কইফ এবং ঈশান খট্টরের সঙ্গে৷ ছবির প্রচারেও বহু বার দেখা গিয়েছে ত্রয়ীকে৷ প্রচার সংক্রান্ত একটি ইভেন্টেই তাঁদের একটি মজার প্রশ্ন করা হয়৷ জিজ্ঞাসা করা হয় তাঁদের নামে ছড়ানো এমন একটি গুজবের কথা, যা সত্যি হলে তাঁরা খুশিই হতেন৷
অমিতাভ ও জয়ার নাতনি নব্যা নভেলী
অমিতাভ ও জয়ার নাতনি নব্যা নভেলী
advertisement

এখানেই তিনি আলতো করে নাম না নিয়ে ছুঁয়ে যান নব্যাকে৷ বলেন ‘‘আমি প্রেম করছি, সম্পর্কে আছি কারওর সঙ্গে, এই গুজবটা যদি সত্যি হত, আমি খুশি হতাম৷ তবে বিগত বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে সিদ্ধান্ত ও নব্যা প্রণয়ের সম্পর্কে আছেন৷

মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতেও তাঁদের শরীরী ভাষা নজর কেড়েছে৷ সেখানে নব্যার সামনে সিদ্ধান্তের নাম এবং সিদ্ধান্তের সামনে নব্যার নাম চিৎকার করে বলেন পাপারাজ্জিরা৷ তবে পার্টিতে দুজনে একসঙ্গে আসেননি, আলাদা আলাদাই পৌঁছেছিলেন৷

advertisement

আরও পড়ুন :  ৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল

সেই পার্টির ভাইরাল একটি ক্লিপে দেখা যাচ্ছে সিদ্ধান্ত হাত নাড়তে নাড়তে এবং নমস্কারের ভঙ্গি করে চিত্রগ্রাহকদের সামনে দিয়ে যাচ্ছেন৷ হঠাৎই ভিড় থেকে অনেকে বলে ওঠেন ‘নব্যাও আসছেন৷’ উত্তরে সিদ্ধান্ত কী বলেছেন বোঝা যায়নি৷ তবে ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে তিনি স্মিত হেসে লাজুক মুখে ঢুকে গেলেন পার্টিতে৷

advertisement

তবে নব্যা বা সিদ্ধান্ত কেউই তাঁদের সম্পর্ক স্বীকার করেননি৷ অস্বীকারও করেননি৷ সিদ্ধান্ত আপাতত তাঁর আসন্ন হরর-কমেডি ‘ফোন বুথ’-এর প্রচারে ব্যস্ত৷ গুরমীত সিং পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
গোপন কথাটি অবশেষে প্রকাশ্যে! এই তরুণ অভিনেতাই নাকি অমিতাভ-জয়ার হবু নাতজামাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল