TRENDING:

Shruti Das: ফ্রেমবন্দি প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, নোয়ার প্রোফাইল জুড়ে রবিবাসরীয় প্রেম

Last Updated:

ভালবাসা নিয়ে শ্রুতি দাস (Shruti Das) বরাবরই অকপট ৷ কোনওদিনই গোপন করেননি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভালবাসা নিয়ে শ্রুতি দাস (Shruti Das) বরাবরই অকপট ৷ কোনওদিনই গোপন করেননি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম ৷ সামাজিক মাধ্যমেও শ্রুতির প্রোফাইল জুড়ে ছড়িয়ে থাকে তাঁদের রোম্যান্সের রং ৷ সোমবার রাতে শ্রুতি ছবি দিয়েছেন স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ৷ দু’জনে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সাউথ সিটি মলে ৷ সেখানেই স্বর্ণেন্দুর সঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবিও তোলেন শ্রুতি ৷ ক্যাপশন দিয়েছেন, ‘সানডে সর্টেড’৷
advertisement

ফেসবুকে শ্রুতির প্রোফাইলে মনের মানুষের সঙ্গে তাঁর ছবি শেয়ার করার বিশেষ অ্যালবামের নাম ‘ইতি শ্রণেন্দু’ ৷ তবে এ বার সেই অ্যালবামে না দিয়ে প্রোফাইলের ওয়ালে এমনই তাঁদের ছবি শেয়ার করেছেন শ্রুতি ৷ তাঁদের ছবি দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ কিন্তু একটি ছবিতেও কেউ মাস্ক পরে ছিলেন না৷ ছবি তোলার জন্য মাস্ক খুলেছিলেন কিনা, সে কথাও উল্লেখ করেননি শ্রুতি ৷

advertisement

স্বর্ণেন্দুর সঙ্গে  শ্রুতির আলাপ বছর দুয়েক আগে, ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে ৷ এই ধারাবাহিক দিয়েই বিনোদন দুনিয়ায় বড় ভূমিকায় পদচারণা শ্রুতির ৷ তাঁর সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ব্যবধান ১৪ বছর ৷ কিন্তু বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে ৷ সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছিলেন, স্বর্ণেন্দু তাঁকে প্রথমে বিশেষ পছন্দ করতেন না ৷ তাঁর মনে হত, শ্রুতি খুব দাম্ভিক ৷ পরে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন শ্রুতি চুপচাপ, দাম্ভিক নন ৷

advertisement

প্রেমের প্রস্তাব প্রথমে দিয়েছিলেন শ্রুতি নিজেই ৷ তবে স্বর্ণেন্দুর দিক থেকে সাড়া আসতে একটু সময় লেগেছিল ৷ প্রাথমিক আপত্তি ছিল শ্রুতির পরিবারে ৷ কিন্তু পরে সেখানেও হবু জামাই হিসেবে বরণ করে নেওয়া হয়েছে স্বর্ণেন্দুকে ৷ তবে আপাতত তাঁরা বিয়ে করছেন না ৷ কেরিয়ারকে সময় দিচ্ছেন দুজনেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

তবে কাজের পাশাপাশি একে অপরে নিজেদের জন্যও বরাদ্দ রাখেন অনেকটা সময় ৷ স্পষ্টবক্তা শ্রুতি প্রেম নিয়েও সামাজিক মাধ্যমে প্রথম থেকেই কিছু গোপন রাখেননি ৷ নিত্যদিন ট্রোলিংয়ের উত্তর দেওয়া নায়িকার ফেসবুকে মাঝে মাঝেই স্পন্দিত হয় বসন্ত ৷ কাজ, বর্ণবিদ্বেষের মতো সামাজিক ব্যাধির সঙ্গে লড়াই করার পাশাপাশি প্রেমিকের সঙ্গে নিভৃত অবসর, জীবনে সামঞ্জস্য রক্ষা করতে পারেন ‘দেশের মাটি’ নোয়া, বলছে তাঁর প্রোফাইল-ই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Das: ফ্রেমবন্দি প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, নোয়ার প্রোফাইল জুড়ে রবিবাসরীয় প্রেম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল