শ্রুতি(Shruti Das) ও স্বর্ণেন্দুর প্রেম কারও অজানা নয়। শ্যুটিং করতে এসেই স্বর্ণেন্দুকে ভাল লাগে শ্রুতির। বয়সে বেশ অনেকটা বড় স্বর্ণেন্দুকে সে কথা জানিয়েছিলেন নায়িকা। এবং তার পর থেকেই বয়সকে তুচ্ছ করে ছুটেছে এই জুটির প্রেম। এক সময় টলিপাড়ায় অনেক কিছুর সামনেই পড়তে হয় শ্রুতিকে। গায়ের রং সামান্য চাপা হওয়ায় শ্রুতিকে কিন্তু অনেক কিছুই দেখতে হয়েছিল। সে কথা নিজেই জানিয়েছেন শ্রুতি। তবে এত লড়াইয়ের পরেও তাঁর আর স্বর্ণেন্দুর প্রেম সমুদ্রের মতো গভীর।
advertisement
কিন্তু দোলের দিন শ্রুতিকে(Shruti Das) দেখা গেল দেবজ্যোতি রায়চৌধুরির সঙ্গে। রাস্তায়, রিকশায় একে অপরকে রঙে রাঙালেন তাঁরা। যে দেখেই ফের নেটিজেনদের প্রশ্ন তবে কী প্রেমে ভাঙন? তবে এমন কিছু ভাবার কোনও কারণ নেই। কারণ তাঁরা দোলে একটি ফটোশ্যুট করেছেন। আর সেই ফটোশ্যুটের সঙ্গী হয়েছেন দেবজ্যোতি। দারুণ সুন্দর করে তাঁরা এই ছবি তুলেছেন। একটি ভিডিও ও আপলোড করেছেন। এই মিষ্টি দোলের ভিডিও ভাইরাল। তবে এর সঙ্গে প্রেম ভাঙার সম্পর্ক খুঁজতে যাওয়া নেহাত বোকামিই হবে।
এই ছবি পোস্ট করে ইতিমধ্যেই শ্রুতির(Shruti Das) এক বন্ধু লিখেছেন একটি পোস্ট। সেখানে তিনি ঠিক এই কথাটিই তুলে ধরেছেন। পবিত্র এক দোল খেলার সাক্ষী থেকেছেন তাঁরা। এই ছবিতে সাদা পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন শ্রুতি দাস। চোখ ফেরানো দায় তাঁর থেকে। ছবি দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। অনেকেই প্রশংসা করেছেন দেশের মাটির মিষ্টি মেয়ে নোয়া ওরফে শ্রুতির। তবে নায়িকা এই ছবি পোস্ট করে লিখলেন, "এই বসন্তে অনেক জন্ম আগে,তোমায় প্রথম দেখেছিলেম আমি, , হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি,আমার কাছে, তোমার কাছে, আমার কাছে ।" ধন্যবাদ দিয়েছেন দেবজ্যোতিকে।