TRENDING:

মুম্বই নয়, উদয়পুরে বিয়ে করলেন শ্রিয়া শরণ! আমন্ত্রিতের তালিকায় ব্রাত্য বলিউড

Last Updated:

কথা ছিল, মুম্বইতে বিয়ে করবেন! উপস্থিত থাকবে গোটা বলিউড! কিন্তু তেমনটা হল না! দীর্ঘদিনের রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দ্রেঁই কোশভের সঙ্গে রাজস্থানের উদয়পুরে বিয়ে করলেন ‘দৃশ্যম’স্টার শ্রিয়া শরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উদয়পুর, রাজস্থান: কথা ছিল, মুম্বইতে বিয়ে করবেন! উপস্থিত থাকবে গোটা বলিউড! কিন্তু তেমনটা হল না!
advertisement

দীর্ঘদিনের রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দ্রেঁই কোশভের সঙ্গে রাজস্থানের উদয়পুরে বিয়ে করলেন ‘দৃশ্যম’স্টার শ্রিয়া শরণ। আমন্ত্রিতদের মধ্যে, বলিটাউন থেকে উপস্থিত ছিলেন শুধুমাত্র মনোজ বাজপেয়ি ও শাবানা আজমি। প্রথাগত হিন্দু রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বিয়ের আগে ঘটা করে আয়োজন করা হয়েছিল মেহেন্দি অনুষ্ঠানের।

Mehendi ritual

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১১ মার্চ মুম্বইতে ছিল শ্রিয়া ও  আন্দ্রেঁই -এর প্রি-ওয়েডিং পার্টি। পরের দিন, ১২ মার্চ মুম্বইয়ে নিজের বাড়িতেই আন্দ্রেঁই-এর সঙ্গে রেজিস্ট্রি করেন শ্রিয়া ৷ সেদিনও নিমন্ত্রিত ছিল না বলিটাউনের কোনও তারকা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুম্বই নয়, উদয়পুরে বিয়ে করলেন শ্রিয়া শরণ! আমন্ত্রিতের তালিকায় ব্রাত্য বলিউড