TRENDING:

Arijit Singh Birthday: ৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের

Last Updated:

Arijit Singh Birthday: ৩৭-এ পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ৩৭-এ পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ গতকাল ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷
৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের
৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের
advertisement

সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল৷ যেখানে দেখা যাচ্ছে, সবুজ ব্লেজার, মাথায় ম্যাচিং পাগড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎ সিং৷ পাশেই বেগুনি রঙের ল্যাহেঙ্গা পরে গায়ককে আগলে শ্রেয়া৷ দু’জনের মিষ্টি এই ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন- জন্মদিনের একরাশ শুভেচ্ছা সোনার হৃদয়ের মানুষকে৷ আপনি অনন্তকাল পর্যন্ত আপনার প্রাণময় কন্ঠে আমাদের সকলকে মুগ্ধ এবং মন্ত্রমুগ্ধ করে রাখুন, সঙ্গে একটি হলুদ ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

advertisement

দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷ বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷ নিজের প্রতিভার জেরেই এই জায়গা করে নিয়েছেন অরিজিৎ৷ দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷

advertisement

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Birthday: ৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল