এরই মধ্যে বিশেষ করে নজর কেড়েছে বিখ্যাত গায়িকা, বাঙালি মেয়ে শ্রেয়া ঘোষালের রাখি উদযাপনের ভিডিও। রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। ছবিতে দেখা যাচ্ছে, ভাইকে রাখি পরিয়ে থালা সাজিয়ে খেতে দিয়েছেন গায়িকা।
আরও পড়ুন: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে ‘মিরাকেল’ দেখুন
ভাইয়ের কপালে আলতো চুমু এঁকে দিচ্ছেন তিনি। সকলকে রাখির শুভেচ্ছা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়া। লিখেছেন, ‘পৃথিবীর সব ভাই ও বোনদের রাখিবন্ধনের শুভেচ্ছা। আমার ভাই সৌম্য় ঘোষাল, তোকে যখন সদ্যোজাত শিশু হিসেবে দেখি, আমার মন আনন্দে ভরে উঠেছিল। তারপর ধীরে ধীরে বুঝতে পেরেছি তুই আমার জীবনে শক্তির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। কারণ তোর মতো আমাকে কেউ বোঝে না। সমস্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিস। আমার চোখে কখনও জল আসতে দিসনি। আশা করি আমরা যেন চিরকাল এমনই বিনা কারণে একে অপরের সঙ্গে হাসি। অনেক ভালোবাসি রিভু’।
আরও পড়ুন: চাঁদমামার উঠোনে ঘুরে ঘুরে ‘খেলা’ রোভার প্রজ্ঞানের! ইসরোর নতুন ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া, দেখুন
ভাইও ভালবাসায় ভরিয়ে পাল্টা কমেন্ট করেছেন দিদির শেয়ার করা ছবিতে। মুহূর্তের মধ্যে শ্রেয়া ঘোষালের এই রাখির পোস্ট নজর কেড়েছে ভক্তদের।