তবে আজকের শ্রেয়া হয়ে ওঠার জন্য তাঁর লড়াইটা কিন্তু কিছু কম ছিল না। মাত্র ৪ বছর বয়স থেকে গান শেখা শুরু করেন শ্রেয়া। যে সময়ে বাচ্চারা ঠিক করে কথা বলতে শেখে না, সেই বয়সেই শ্রেয়া গেয়ে ফেলতেন একের পর এক কঠিন গান। টেলিভিশন রিয়ালিটি শোতে প্রথমবার দেখা গিয়েছিল ছোট্ট শ্রেয়াকে। সে সময় লতা মঙ্গেশকর থেকে সোনু নিগম সহ বলিউডের নামকরা গায়করা অবাক হয়েছিলেন এই মেয়ের(Shreya Ghoshal) গলা শুনে। শ্রেয়ার বলিউডের প্রথম গান 'দেবদাস' ছবিতে।
advertisement
সঞ্জয় লীলা বনশালির মা শ্রেয়ার গান শুনেছিলেন রিয়ালিটি শোতে। তিনি সঞ্জয় লীলা বনশালিকে শ্রেয়ার কথা বলেন। আর ঠিক তার পরেই জীবনের প্রথম প্লে ব্যাকেই সকলকে চমকে দেন শ্রেয়া। দেবদাস-ছবির গান আজও মনে রেখেছে মানুষ। এর পর থেকে শ্রেয়াকে(Shreya Ghoshal) আর পিঁছন ফিরে দেখতে হয়নি। বলিউডে তাঁর গলাই শেষ কথা। অন্যদিকে টলিউডেও তিনি মানেই সেরা কিছু।
১৯৮৪ সালের ১২ মার্চ শ্রেয়ার জন্ম হয় পশ্চিমবঙ্গেই। মুর্শিদাবাদে জন্ম হয় শ্রেয়ার। কিন্তু তিনি বড় হন রাজস্থানের কোটার কাছে একটি জায়গায়। সেখান থেকেই গানের চর্চা শুরু। শ্রেয়ার বাবা মা প্রথম থেকেই তাঁর গানের কদর করেছেন। আজ ৩৮ বছরে পা দিলেন এই গায়িকা(Shreya Ghoshal)। বিয়ের পর ছেলেকে নিয়ে তাঁর এখন সুখের সংসার। সেই সঙ্গে চলছে একের পর এক গান।
তবে শুধু সিনেমা নয়, শ্রেয়া মাঝে মধ্যেই তাঁর ভক্তদের জন্য গান গেয়ে শেয়ার করেন ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অগুন্তি ভক্ত। সকলকে নিজের নতুন নতুন গান খালি গলায় গেয়ে উপহার দেন তিনি। আজ শ্রেয়ার জন্মদিনে ভালবাসা জানিয়েছেন নেটিজেন থেকে বলি-টলি সেলেবরা।