TRENDING:

Dev and Soumitrisha Kundu: জ্বর গায়েই করলেন শ্যুটিং, দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা! একান্ত সাক্ষাৎকারে যা বললেন অভিনেত্রী

Last Updated:

প্রধান'-এর দীপক প্রধান ওরফে অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ পর্দার মিঠাই সৌমিতৃষা কুণ্ডু। কয়েকদিন হল শুরু হয়েছে 'প্রধান'-এর শ্যুটিং , আর তার মাঝেই বিপত্তি। জ্বর গায়েই দেব করলেন শ্যুটিং। অভিনেতার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সৌমিতৃষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘প্রধান’-এর দীপক প্রধান ওরফে অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ পর্দার মিঠাই সৌমিতৃষা কুণ্ডু। কয়েকদিন হল শুরু হয়েছে ‘প্রধান’-এর শ্যুটিং , আর তার মাঝেই বিপত্তি। কাজের মাঝেই অসুস্থ হয়ে পড়েন দেব। কিন্তু তাতেও কাজে কোনও বিরাম নেই কাজে। জ্বর গায়েই করলেন শ্যুটিং। দেবের কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সৌমিতৃষা। একান্ত সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন নিউজ ১৮ বাংলার সঙ্গে।
advertisement

কয়েক মাস আগে শেষ হয়েছে ‘মিঠাই’। তবে মেগা শেষের আগেই তাঁর অনুরাগীদের জন্য খুশির খবর দেন সৌমিতৃষা। জানান তাঁকে ‘প্রধান’ সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে। বড় পর্দায় তাঁর কাজ দেখতে অনুরাগীরা যেমন মুখিয়ে আছেন, তেমন ভাবেই অন্য মাধ্যমে কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। কিছু দিন আগেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। শ্যুটের প্রথম দিনে হাতে ক্ল্যাপ নিয়ে স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন সৌমিতৃষা। বর্তমানে শুরু হয়েছে তাঁদের আউটডোর শ্যুটিং। প্রধানের পুরো টিম পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। তবে শ্যুটের মাঝে অসুস্থ হয়ে পড়েন দেব। জ্বর হলেও তা কাবু করতে পারেনি অভিনেতাকে। সেই বিষয়ে সৌমিতৃষা বলেন, ” এখন আগের থেকে ভাল আছেন দেবদা, কিন্তু শ্যুটিং কোনও ভাবেই বন্ধ করেননি। জ্বর হল, তারপর টেস্ট হল। সবটা নিয়েই শ্যুটিং চালিয়ে গিয়েছেন। আমি তো একদিন পরে এসেছি, কিন্তু প্রথম দিন থেকেই খুব জ্বর ছিল এসে শুনেছিলাম।”

advertisement

আরও পড়ুন: দিব্যজ্যোতির জন্মদিনেই কি ঝামেলা মিটল স্বস্তিকার সঙ্গে? নায়িকা জানালেন শুভেচ্ছা বার্তা

মেগার পর ছবিতে কাজ। কতটা পার্থক্য অনুভব করলেন? প্রশ্ন ছুড়ে দিলে অভিনেত্রীর উত্তর ” খুব ভাল লাগছে। মেগাতে যেরকম ক্যামেরায় শ্যুট হয় এখানে তার থেকে অনেকটা আলাদা। শ্যুটের ট্রিটমেন্টটাই একদম অন্য রকম। আউটডোর চলছে এখন, আর তার ওপর উপরি পাওনা এত বড় বড় সব তারকাদের সঙ্গে কাজ করতে পারছি। তাঁদের সঙ্গে কাজ করাটা তো কেবল কাজ করা নয়, অনেকটা শেখা। দেবদা থেকে অতনুদা সকলেই এতটা সাহায্য করছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

advertisement

আরও পড়ুন: ডাক্তারি পড়তে পড়তেই ঝুলিতে মিস আর্থ ইন্ডিয়ার খেতাব! রাজস্থানের এই মেয়েকে চেনেন

এত তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে গিয়ে কি টেনশন কাজ করছে? অভিনেত্রীর স্পষ্ট জবাব ” না টেনশন নয়। তবে আমার নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ আছে। মিঠাই আড়াই বছর চলেছে, সেই চরিত্রটার স্মৃতি এখন সবার মনে খুব টাটকা, তাই সেটা থেকে যেন আলাদা করতে পারি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে উত্তরবঙ্গে ‘প্রধান’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রধান’। এই ছবিতে দেব ও সৌমিতৃষার পাশাপাশি দেখা যাবে মমতা শংকর, পরাণ বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev and Soumitrisha Kundu: জ্বর গায়েই করলেন শ্যুটিং, দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা! একান্ত সাক্ষাৎকারে যা বললেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল