TRENDING:

Shilpa Shetty-Raj Kundra : পর্নকাণ্ডের পর বলিউডে নায়ক রাজ কুন্দ্রা! বড়পর্দায় রাজ-কাহিনিতে শিল্পার চরিত্রে কে!

Last Updated:

Shilpa Shetty-Raj Kundra : শিল্পার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও ঘোর জল্পনা। যে শিল্পা স্বামীর গ্রেফতারি নিয়ে সেই সময়ে বিশেষ মুখ খোলেননি, তিনি কি এবার সরাসরি পর্দায় হাজির হবেন স্বামীর জীবনীচিত্রে অভিনয় করতে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ২০২১ সালে অন্ধকার ঘনিয়ে এসেছিল বলি তারকা শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার জীবনে। ব্যবসায়ী রাজকে গ্রেফতার করা হয়েছিল পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তবে রাজ সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
advertisement

৬৩ দিন কারাবন্দি হয়ে জীবন কাটিয়েছিলেন রাজ৷ হাজতে ওই কয়েকটা দিন কীভাবে সময়কে পেরোতে দেখছিলেন তিনি? বাইরে যখন শিল্পার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ঘোরতর বিতর্ক ঘনীভূত হচ্ছিল, যখন আতসকাচের তলায় চলে এসেছিল তাঁর দুই সন্তান, পরিবারের বাকিরা। সেই ৬৩ দিনের গল্পের প্রেক্ষাপট নাকি এবার বড় পর্দায়।

আরও পড়ুন: কোলে মৃত সন্তান! ডেলিভারির পরেই মৃত্যু ছেলের, বুকফাটা যন্ত্রণা বলি নায়িকার

advertisement

সেলুলয়েড উঠে আসবে রাজ-কাহিনি। পর্নকাণ্ডে অভিযুক্ত রাজের অন্ধকার সময়ের কথা বলা হবে বলিউডে৷ শুধু তা-ই নয়, রাজের চরিত্রে অভিনয় করবেন খোদ রাজ। বলিপাড়ার সূত্রের খবর, চিত্রনাট্যের কাজ শেষ হয়ে এসেছে। ছবিটি ফ্লোরে যেতে খুব বেশি দেরি নেই। তবে পরিচালকের আসনে কে, সে তথ্য নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজের পাশাপাশি শিল্পার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও ঘোর জল্পনা। যে শিল্পা স্বামীর গ্রেফতারি নিয়ে সেই সময়ে বিশেষ মুখ খোলেননি, তিনি কি এবার সরাসরি পর্দায় হাজির হবেন স্বামীর জীবনীচিত্রে অভিনয় করতে? এখনও ধোঁয়াশা রয়েছে সেই বিষয় নিয়ে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty-Raj Kundra : পর্নকাণ্ডের পর বলিউডে নায়ক রাজ কুন্দ্রা! বড়পর্দায় রাজ-কাহিনিতে শিল্পার চরিত্রে কে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল