Celina Jaitly Son Death : কোলে মৃত সন্তান! ডেলিভারির পরেই মৃত্যু ছেলের, বুকফাটা যন্ত্রণা বলি নায়িকার

Last Updated:
Celina Jaitly Son Death : সেলিনার কোলে যে সন্তানকে দেখা যায়, সেই হল আর্থার। যে জন্মের সময়ই তার যমজ ভাইকে হারিয়েছে। আর্থারের পাশে আর এক শিশুর অনুপস্থিতি যেন টের পাওয়া যায়।
1/10
তিন সন্তানের মা সেলিনা জেটলি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সুখী পরিবারের ঝলক মেল মাঝে মধ্যেই। স্বামী অস্ট্রিয়ার হোটেলব্যবসায়ী পিটার হাগ এবং বলি নায়িকার প্রেমের ছবি ও ভিডিও দেখে চোখ জুড়িয়ে যাওয়ার কথা।
তিন সন্তানের মা সেলিনা জেটলি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সুখী পরিবারের ঝলক মেল মাঝে মধ্যেই। স্বামী অস্ট্রিয়ার হোটেলব্যবসায়ী পিটার হাগ এবং বলি নায়িকার প্রেমের ছবি ও ভিডিও দেখে চোখ জুড়িয়ে যাওয়ার কথা।
advertisement
2/10
কিন্তু হাসির আড়ালে যে লুকিয়ে কত বুকভাঙা কান্না! সন্তানের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেলিনা। পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ২০১২ সালে প্রথমবার যমজ সন্তানের জন্ম দেওয়ার পর দ্বিতীয় বার ২০১৭ সালে যমজ সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা হন সেলিনা।
কিন্তু হাসির আড়ালে যে লুকিয়ে কত বুকভাঙা কান্না! সন্তানের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেলিনা। পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ২০১২ সালে প্রথমবার যমজ সন্তানের জন্ম দেওয়ার পর দ্বিতীয় বার ২০১৭ সালে যমজ সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা হন সেলিনা।
advertisement
3/10
কিন্তু সেবারই ঘটে দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে এক ছেলের মৃত্যু হয় ডেলিভারি রুমেই। পাঁচ বছর আগে সন্তান হারানোর যন্ত্রণা পেয়েছিলেন তিনি। সেলিনা লিখলেন, ‘অগ্নিপরীক্ষা নিয়ে কথা বলার সাহস পেলাম অবশেষে।’
কিন্তু সেবারই ঘটে দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে এক ছেলের মৃত্যু হয় ডেলিভারি রুমেই। পাঁচ বছর আগে সন্তান হারানোর যন্ত্রণা পেয়েছিলেন তিনি। সেলিনা লিখলেন, ‘অগ্নিপরীক্ষা নিয়ে কথা বলার সাহস পেলাম অবশেষে।’
advertisement
4/10
সেলিনা এবং সেলিনার স্বামীর জন্য সেই সময়টা অত্যন্ত যন্ত্রণার ছিল। দ্বিতীয়বার যমজ সন্তানের আগেই নামকরণ করে ফেলেছিলেন। শামশেরের মৃত্যুর কারণে দ্বিতীয় বার মা হওয়ার অভিজ্ঞতাটা মিশ্র অনুভূতি দিয়েছিল। এক জনের মৃত্যু, এক জনের জন্ম।
সেলিনা এবং সেলিনার স্বামীর জন্য সেই সময়টা অত্যন্ত যন্ত্রণার ছিল। দ্বিতীয়বার যমজ সন্তানের আগেই নামকরণ করে ফেলেছিলেন। শামশেরের মৃত্যুর কারণে দ্বিতীয় বার মা হওয়ার অভিজ্ঞতাটা মিশ্র অনুভূতি দিয়েছিল। এক জনের মৃত্যু, এক জনের জন্ম।
advertisement
5/10
সেলিনার আচমকা মৃত্যুর কারণে ৩২ সপ্তাহে প্রসব বেদনা উঠেছিল সেলিনার। নায়িকা লেখেন, ‘কত চোখের জল লুকিয়ে যে আমরা এই ছবিটি তুলেছিলাম! কেবলমাত্র আমাদের সন্তান আর্থারের জন্য। জন্মের পরই তিন মাসের জন্য এনআইসিইউ-র ইনকিউবেটরে ছিল।’
সেলিনার আচমকা মৃত্যুর কারণে ৩২ সপ্তাহে প্রসব বেদনা উঠেছিল সেলিনার। নায়িকা লেখেন, ‘কত চোখের জল লুকিয়ে যে আমরা এই ছবিটি তুলেছিলাম! কেবলমাত্র আমাদের সন্তান আর্থারের জন্য। জন্মের পরই তিন মাসের জন্য এনআইসিইউ-র ইনকিউবেটরে ছিল।’
advertisement
6/10
সেলিনার কোলে যে সন্তানকে দেখা যায়, সেই হল আর্থার। যে জন্মের সময়ই তার যমজ ভাইকে হারিয়েছে। এখন সেই শিশু তার দুই যমজ দাদার সঙ্গে সময় কাটায়, খেলে বেড়ায়। কিন্তু আর্থারের পাশে আর এক শিশুর অনুপস্থিতি যেন টের পাওয়া যায়।
সেলিনার কোলে যে সন্তানকে দেখা যায়, সেই হল আর্থার। যে জন্মের সময়ই তার যমজ ভাইকে হারিয়েছে। এখন সেই শিশু তার দুই যমজ দাদার সঙ্গে সময় কাটায়, খেলে বেড়ায়। কিন্তু আর্থারের পাশে আর এক শিশুর অনুপস্থিতি যেন টের পাওয়া যায়।
advertisement
7/10
‘এনআইসিইউ-তে বড় অদ্ভুত এবং কঠিন পরিবেশ ছিল। ভাল দিন এবং খারাপ দিন থাকবে, এটা মেনে নিলে যন্ত্রণাটা একটু কম হতে পারে। কয়েক মাসের জন্য দুবাইয়ের একই হাসপাতালে চলে গিয়েছিলাম আমি আর পিটার।’
‘এনআইসিইউ-তে বড় অদ্ভুত এবং কঠিন পরিবেশ ছিল। ভাল দিন এবং খারাপ দিন থাকবে, এটা মেনে নিলে যন্ত্রণাটা একটু কম হতে পারে। কয়েক মাসের জন্য দুবাইয়ের একই হাসপাতালে চলে গিয়েছিলাম আমি আর পিটার।’
advertisement
8/10
‘শমসেরকে হারিয়ে আর্থারের জন্য প্রবল দুশ্চিন্তায় ছিলাম আমরা। তীব্র যন্ত্রণা, হতাশা, অপরাধবোধ, রাগ, প্রেম আমাদেরও অভিভূত কর রেখেছিল।’ একই পোস্টে প্রি ম্যাচিওর সন্তানের মৃত্যু নিয়ে লেখেন সেলিনা।
‘শমসেরকে হারিয়ে আর্থারের জন্য প্রবল দুশ্চিন্তায় ছিলাম আমরা। তীব্র যন্ত্রণা, হতাশা, অপরাধবোধ, রাগ, প্রেম আমাদেরও অভিভূত কর রেখেছিল।’ একই পোস্টে প্রি ম্যাচিওর সন্তানের মৃত্যু নিয়ে লেখেন সেলিনা।
advertisement
9/10
সেই বাবা-মায়েদের জন্য পরামর্শ দেন নায়িকা। তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এনআইসিইউ-তে প্রি ম্যাচিওর সন্তানদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত, সেই নিয়েও দু-চার কথা লেখেন সেলিনা।
সেই বাবা-মায়েদের জন্য পরামর্শ দেন নায়িকা। তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এনআইসিইউ-তে প্রি ম্যাচিওর সন্তানদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত, সেই নিয়েও দু-চার কথা লেখেন সেলিনা।
advertisement
10/10
২০০৩ সালে ‘জানাশিন’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি সেলিনার। এছাড়া বলিউডের একাধিক সুপারহিট ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁেক। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘আপনা স্বপ্ন মানি মানি’, ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ ইত্যাদি।
২০০৩ সালে ‘জানাশিন’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি সেলিনার। এছাড়া বলিউডের একাধিক সুপারহিট ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁেক। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘আপনা স্বপ্ন মানি মানি’, ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ ইত্যাদি।
advertisement
advertisement
advertisement