রাজ কুন্দ্রার সঙ্গে জামিন পেলেন রায়ান থ্রোপ (Ryan Thrope) ৷ রাজের সংস্থার তথ্য প্রযুক্তির প্রধান তিনি৷ মট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁর জামিনও মঞ্জুর করেছেন (Mumbai Court)৷
advertisement
১৯ জুলাই পর্ন মামলায় রাজ কুন্দ্রাকে গ্রেফতার (Raj Kundra Porn Case) করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ অশ্লীল ছবি তৈরি ও প্রচারের অভিযোগ ছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে৷ মুম্বইয়ের মাড আইল্যান্ডে একটি বাংলোতে তল্লাশির সময় বিষয়টি নজরে আসে পুলিশ আধিকারিকদরে৷ উদ্ধার হয় বেশ কিছু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত ফুটেজ৷ এরপর রাজের এক সহকর্মী উমেশ কামাতকে গ্রেফতারির পর আরও তথ্য সামনে আসে৷ রাতারাতি গ্রেফতার হন রাজ কুন্দ্রা৷
মাঝে এক সপ্তাহের জন্য ছাড়া হয় রাজকে৷ এতদিন তিনি জেলেই ছিলেন৷ অবশেষে সর্তসাপেক্ষে জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী (Raj Kundra Bail)৷
স্বামী রাজের গ্রেফতারের পর বেশ চাপে পড়ে যান শিল্পা৷ জোর চর্চায় চলে আসেন তিনিও৷ তাঁর সম্মানহানি হচ্ছে, এক সময় এমনও অভিযোগ করেন অভিনেত্রী৷ প্রথমে তিনি রাজে পাশে দাঁড়ান৷ তিনি বলেন যে রাজ কোনও অশ্লীল ছবি তৈরি করছিলেন না, তবে কামধর্মী ছবি তৈরি করছিলেন৷ রাজ গ্রেফতার হওয়ার পর বেশ কিছু দিন শিল্পাও নিজের কাজ থেকে বিরত থাকেন৷ যে নাচে শোয়ের বিচারক তিনি, সেখানে অনুপস্থিত ছিলেন বেশ কয়েক সপ্তাহ৷ তারপর ফেরেন৷ এবং স্বমহিমায় দেখা যায় তাঁকে৷ এরপর ছেলে ও মেয়ের সঙ্গে গণপতির পুজো করেন তিনি৷ এর মধ্যে আবার বৈষ্ণ দেবীতেও গিয়েছিলেন শিল্পা৷ সোশ্যাল মিডিয়ায় এক নতুন শুরু কথা উল্লেখ করেন রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি৷ সংবাদমাধ্যমকে তিনি আরও জানান যে, তাঁর স্বামী সব কথা তাঁকে বলেন না, তাই স্বামীর গতিবিধির উপর নজর রাখাও তার পক্ষে সম্ভব নয়৷
অন্যদিকে রাজ কুন্দ্রার বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে৷ আইপিএলে স্পট ফিক্সিংয়ের কেসে রাজ কুন্দ্রার নাম সামনে আসে৷ তারপর তাঁর দলের কিছু ক্রিকেটারকেও গ্রেফতার করা হয়৷ এরপর রাজ কুন্দ্রার দল রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য নির্বাসিত করে দেওয়া হয়৷ এছাড়াও রাজ ও তাঁর স্ত্রী শিল্পার বিরুদ্ধে ঠগবাজির অভিযোগ উঠেছে৷ এমনকী রাজের বিরুদ্ধে সাট্টা ও আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে যোগেও অভিযোগ উঠে এসেছে বহুবার৷