TRENDING:

Shilpa Shetty : নিজের হাতে খাইয়ে দিলেন মোদক, দুই সন্তানকে নিয়ে গণেশ চতুর্থী পালন শিল্পার

Last Updated:

দুই সন্তান, ভিয়ান ও শমিশার সঙ্গে মহা সমারোহে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) পালন করলেন শিল্পা শেট্টী (Shilpa Shetty )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : দুই সন্তান, ভিয়ান ও শমিশার সঙ্গে মহা সমারোহে গণেশ চতুর্থী  (Ganesh Chaturthi) পালন করলেন শিল্পা শেট্টী (Shilpa Shetty )৷ শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাঁর সিদ্ধিদাতা-আরাধনার ছবি ৷ ছবিতে দেখা যাচ্ছে শিল্পা তাঁর সন্তানদের খাইয়ে দিচ্ছেন গণেশ চতু্র্থীর অন্যতম প্রসাদ মোদক ৷ পোলকা ডটের গোলাপি শাড়িতে শিল্পার সাজ ছিল নজরকাড়া ৷ মেয়েকে শামিশাকেও তিনি সাজিয়েছিলেন একই রকম কাপড়ের পোশাকে ৷ শামিশার দাদা খুদে ভিয়ান পরেছিল নীল কুর্তা ও সাদা পায়জামা ৷
advertisement

গণপতির একনিষ্ঠ ভক্ত শিল্পা প্রতি বছরই মহা সমারোহে গণেশ চতু্র্থী পালন করেন ৷ এ বছর অবশ্য বিগ্রহ কেনা থেকে শুরু করে পুজোর প্রতি ধাপে তিনি ছিলেন একাই ৷ তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে বিপর্যস্ত ৷ বোন শমিতা শেট্টী ব্যস্ত বিগ বসের ওটিটি হাউসে ৷ বিস্ময়কর ভাবে, শমিতাও সেখানে গণেশ চতু্র্থীতে পরেছিলেন গোলাপি পোশাক ৷

advertisement

বুধবার গণেশ বিগ্রহ বাড়িতে আনেন শিল্পা ৷ অন্যান্য সহযোগীদের সঙ্গে মিলে তিনিও বহন করেন গণপতি বিগ্রহ ৷ সে সময় তিনি পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দেন ৷ ভিডিয়োতে শোনা যায় ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলতে বলতেই দেববিগ্রহকে নিয়ে যাচ্ছেন তিনি ৷

আরও পড়ুন : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা

advertisement

শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সে সব ছড়িয়ে দেওয়া ৷ একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ এহেন পরিস্থিতিতে পারিবারিক ঝড় ঝঞ্ঝা শিল্পা সামলাচ্ছেন একাই ৷ ধীরে ধীরে তিনি ফিরেছেন জীবনের স্বাভাবিক ছন্দে ৷ রিয়্যালিটি শো-এর বিচারকের আসনেও ফের দেখা গিয়েছে তাঁকে ৷

advertisement

আরও পড়ুন : সুপার ডান্সারের সেটে ফিরে এমন হবে ভাবেননি, কেঁদে ফেললেন শিল্পা!

গুঞ্জন, রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন ‘ধড়কন’-এর নায়িকা ৷ নিজের উপার্জনে বড় করতে চাইছেন দুই সন্তানকে ৷ শিল্পার এক ঘনিষ্ঠ বান্ধবী এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যমে ৷ শিল্পা নাকি ফের বেশি করে অভিনয়ে ফিরতে চাইছেন ৷ সম্প্রতি ১৪ বছর পর শিল্পা অভিনয় করেছেন কমেডি ড্রামা ‘হঙ্গামা ২’-এ ৷ ডিজনি হটস্টারে স্ট্রিমিং হওয়া কমেডি ড্রামায় শিল্পার সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্বামী বন্দি, এই অবস্থায় গণপতি উৎসবে সামিল হওয়ায় অনেক নেটিজেনই কটাক্ষ করেছেন শিল্পাকে ৷ আবার অনেকে তাঁর পাশেও দাঁড়িয়েছেন ৷ সমর্থন করেছেন জীবনে ফেরার তাঁর প্রচেষ্টাকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty : নিজের হাতে খাইয়ে দিলেন মোদক, দুই সন্তানকে নিয়ে গণেশ চতুর্থী পালন শিল্পার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল