গণপতির একনিষ্ঠ ভক্ত শিল্পা প্রতি বছরই মহা সমারোহে গণেশ চতু্র্থী পালন করেন ৷ এ বছর অবশ্য বিগ্রহ কেনা থেকে শুরু করে পুজোর প্রতি ধাপে তিনি ছিলেন একাই ৷ তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে বিপর্যস্ত ৷ বোন শমিতা শেট্টী ব্যস্ত বিগ বসের ওটিটি হাউসে ৷ বিস্ময়কর ভাবে, শমিতাও সেখানে গণেশ চতু্র্থীতে পরেছিলেন গোলাপি পোশাক ৷
advertisement
বুধবার গণেশ বিগ্রহ বাড়িতে আনেন শিল্পা ৷ অন্যান্য সহযোগীদের সঙ্গে মিলে তিনিও বহন করেন গণপতি বিগ্রহ ৷ সে সময় তিনি পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দেন ৷ ভিডিয়োতে শোনা যায় ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলতে বলতেই দেববিগ্রহকে নিয়ে যাচ্ছেন তিনি ৷
আরও পড়ুন : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা
শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সে সব ছড়িয়ে দেওয়া ৷ একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে ৷ এহেন পরিস্থিতিতে পারিবারিক ঝড় ঝঞ্ঝা শিল্পা সামলাচ্ছেন একাই ৷ ধীরে ধীরে তিনি ফিরেছেন জীবনের স্বাভাবিক ছন্দে ৷ রিয়্যালিটি শো-এর বিচারকের আসনেও ফের দেখা গিয়েছে তাঁকে ৷
আরও পড়ুন : সুপার ডান্সারের সেটে ফিরে এমন হবে ভাবেননি, কেঁদে ফেললেন শিল্পা!
গুঞ্জন, রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন ‘ধড়কন’-এর নায়িকা ৷ নিজের উপার্জনে বড় করতে চাইছেন দুই সন্তানকে ৷ শিল্পার এক ঘনিষ্ঠ বান্ধবী এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যমে ৷ শিল্পা নাকি ফের বেশি করে অভিনয়ে ফিরতে চাইছেন ৷ সম্প্রতি ১৪ বছর পর শিল্পা অভিনয় করেছেন কমেডি ড্রামা ‘হঙ্গামা ২’-এ ৷ ডিজনি হটস্টারে স্ট্রিমিং হওয়া কমেডি ড্রামায় শিল্পার সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি ৷
স্বামী বন্দি, এই অবস্থায় গণপতি উৎসবে সামিল হওয়ায় অনেক নেটিজেনই কটাক্ষ করেছেন শিল্পাকে ৷ আবার অনেকে তাঁর পাশেও দাঁড়িয়েছেন ৷ সমর্থন করেছেন জীবনে ফেরার তাঁর প্রচেষ্টাকে ৷