গতকাল গভীর রাতে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে বিখ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর ঘটনা সামনে আসে৷ অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে গিয়েছে বলিউড৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালির৷ যদিও এ বিষয়ে অভিনেত্রীর পরিবার সরকারি ভাবে কিছু জানায়নি৷ হাসপাতালে নিয়ে আসার আগেই অভিনেত্রীর মৃত্যু হয় বলে খবর৷
advertisement
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যৌবন ধরে রাখতে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিচ্ছিলেন শেফালি৷ ত্বককে টান টান রাখতে এবং আসল বয়স লুকিয়ে রাখতেই এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকেন অনেকে৷ এই প্রক্রিয়া চলাকালীন যে ওষুধগুলি দেওয়া হয় তাতে ভিটামিন সি এবং গ্লুটাথিয়োন থাকে৷ গ্লুটাথিয়োন মূলত ত্বককে ফর্সা দেখাতে এবং ত্বকের ডিটক্সিফিতকেশনের জন্য ব্যবহৃত হয়৷ তবে এক চিকিৎসকের কথায়, এই ওষুধগুলি সরাসরি হৃদযন্ত্রের উপরে কোনও প্রভাব ফেলে না৷ ফলে ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষার পরই অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ জানা যাবে৷
২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লাগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ ‘কাঁটা লাগা’ গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও ‘নাচ বলিয়ে’, ‘বিগ বস ১৩’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷