কাঁটালাগা গার্ল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা দেশকে হতবাক ও স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে ৪২ বছর বয়সে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে মুম্বই পুলিশ এখন জানাচ্ছে শেফালিকে তার মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
advertisement
শুক্রবার রাতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মুম্বই পুলিশ রাত ১টায় এই বিষয়ে তথ্য পায়। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে হার্ট অ্যাটাক বলা যাচ্ছে না।
advertisement
শেফালি জরিওয়ালা ২০০২ সালে বিয়ে করেন। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-তে অংশগ্রহণ করেছিলেন।
advertisement
বিগবসের সবথেকে জনপ্রিয় সিজন ১৩-র প্রতিযোগী ছিলেন তিনি। তখন ফের লাইমলাইটে আসেন। ধারাবাহিক বা পর্দায় খুব বেশি দেখা না গেলেও তাঁর যাবতীয় ফেম তৈরি হয় কাঁটালাগার জন্যই।
advertisement
শেফালি জারিওয়ালার মৃত্যুতে বেশ কয়েকজন টেলিভিশন অভিনেতা তাঁদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। হিমাংশী খুরানা, যিনি শেফালি জারিওয়ালার সঙ্গে বিগ বস ১৩তেও অংশ নিয়েছিলেন, তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন।
কামিয় পাঞ্জাবি, রশ্মি দেশাই, রাজীব আদিত্য এবং কিশ্বর মার্চেন্টও শেফালির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 9:29 AM IST