TRENDING:

Cause of Death: ৪১-এ প্রয়াত কাঁটালাগা গার্ল শেফালি! মৃত্যুর কারণ নিয়ে ভয়ানক বয়ান মুম্বই পুলিশের... হার্ট অ্যাটাক নয়?

Last Updated:

শেফালি জরিওয়ালা ২০০২ সালে বিয়ে করেন। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-তে অংশগ্রহণ করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কাঁটালাগা গার্ল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা দেশকে হতবাক ও স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে ৪২ বছর বয়সে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে মুম্বই পুলিশ এখন জানাচ্ছে শেফালিকে তার মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

advertisement

শুক্রবার রাতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মুম্বই পুলিশ রাত ১টায় এই বিষয়ে তথ্য পায়। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে হার্ট অ্যাটাক বলা যাচ্ছে না।

advertisement

শেফালি জরিওয়ালা ২০০২ সালে বিয়ে করেন। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-তে অংশগ্রহণ করেছিলেন।

advertisement

বিগবসের সবথেকে জনপ্রিয় সিজন ১৩-র প্রতিযোগী ছিলেন তিনি। তখন ফের লাইমলাইটে আসেন। ধারাবাহিক বা পর্দায় খুব বেশি দেখা না গেলেও তাঁর যাবতীয় ফেম তৈরি হয় কাঁটালাগার জন্যই।

advertisement

শেফালি জারিওয়ালার মৃত্যুতে বেশ কয়েকজন টেলিভিশন অভিনেতা তাঁদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। হিমাংশী খুরানা, যিনি শেফালি জারিওয়ালার সঙ্গে বিগ বস ১৩তেও অংশ নিয়েছিলেন, তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন।

কামিয় পাঞ্জাবি, রশ্মি দেশাই, রাজীব আদিত্য এবং কিশ্বর মার্চেন্টও শেফালির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Cause of Death: ৪১-এ প্রয়াত কাঁটালাগা গার্ল শেফালি! মৃত্যুর কারণ নিয়ে ভয়ানক বয়ান মুম্বই পুলিশের... হার্ট অ্যাটাক নয়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল