কমেডি ছবিতেই দেখা যাবে শাহরুখ খানকে(Sharukh Khan And Vicky Kaushal To Start Rajkumar Hirani's Next)। বলা হচ্ছে এই ছবি অ্যাকশন কমেডি। তবে শুধু শাহরুখ নন। এই ছবিতে অভিনয় করবেন ভিকি কৌশলও। ভিকির সঙ্গে আগেই কথা হয়ে গিয়েছিল রাজকুমারের। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। যদিও এর আগে একটি বিশেষ চরিত্রে রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন ভিকি কৌশল। 'সঞ্জু' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় থেকেই ভিকির সঙ্গে আরও কাজ করার পরিকল্পনা ছিল হিরানি সাহেবের।
advertisement
আরও পড়ুন: শৈলশহরে বরফে মাখামাখি সোহিনী সরকার ! ভিডিও শেয়ার করে জানালেন জীবনের কথা !
তাছাড়া রাজকুমারের ছবি মানেই একটা কিছু স্পেশাল(Sharukh Khan And Vicky Kaushal To Start Rajkumar Hirani's Next)। জিমি শেরগিলকে যেমন বিশেষ চরিত্রে দেখা যায় রাজকুমারের ছবি মুন্নাভাই-তে। পিকে-তে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। তেমনই এবার ভিকিও থাকবেন বিশেষ চরিত্রে। তবে শাহরুখ খানের সঙ্গে ভিকি কৌশলের এটাই প্রথম কাজ। এই ছবির শ্যুটিং শুরু হবে ২০২২-এর গরমকাল থেকেই। তবে শ্যুটিং বেশ বড় সেডিউল। অনেকটা সময় লাগবে এই ছবির কাজ করতে। অ্যাকশন কমেডি ছবিতে শাহরুখ ও রাজকুমার হিরানির জুটি যে নতুন কিছু করবে সে বিষয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন: চলছিল শ্যুট! নাচতে গিয়ে খুলে গেল উরফি জাভেদের টিউব টপ ! ভাইরাল ভিডিও
তবে এই মুহূর্তে শাহরুখ খান(Sharukh Khan And Vicky Kaushal To Start Rajkumar Hirani's Next) শেষ করেছেন, 'পাঠান' ছবির কাজ। অন্যদিকে ভিকি কৌশল শেষ করেছেন সারা আলি খানের সঙ্গে তাঁর নতুন ছবির কাজ। এর পরেই তাঁরা হাত দেবেন রাজকুমার হিরানির ছবিতে। জানা গিয়েছে এই ছবির বেশির ভাগটাই শ্যুটিং হবে পুনে ও মুম্বাইয়ে। এছাড়াও বুডাপেস্ট ও লন্ডনেও হবে কিছুটা শ্যুটিং। পঞ্জাবের কিছু শটস থাকবে। এই ছবি করতে কম করে ১০০ দিন সময় লাগবে।