এপ্রিলের শেষেই সাতপাকে বাঁধা পড়েন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক অভিষেক ও খলনায়িকা শার্লি মোদক। পর্দায় একে অন্যের শত্রু এবং ‘প্রাক্তন’ হলেও, পর্দার বাইরে ছিল দারুণ বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং অবশ্যই টিম ‘ফুলকি’কে নিয়ে নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। শার্লি পরেছিলেন লেহেঙ্গা। মানানসই শেরওয়ানি পরেছিলেন অভিষেক। বিয়ের অনুষ্ঠান সেরে মিডিয়ার সামনেই একে-অপরকে চুমু খেলেন বর-কনে। দু’জনেরই এর আগে সম্পর্ক ভেঙেছে, অনেক ওঠা-পড়া দেখেছেন। অতীত অভিজ্ঞতা থেকেই হয়তো এবার তাঁরা প্রেমের ঘোষণা করেননি, বরং বিয়ে করে চমকে দিয়েছেন।
advertisement
বিমানটি।
বিয়েতে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা ‘ফুলকি’ দিব্যাণী মণ্ডল, মিশমি দাস, সুদীপ সরকার, অনিন্দিতা রায়চৌধুরী, আভেরী সিংহ রায়। বিয়ের মেনু ছিল রাজকীয়। ‘ফুলকি’-এর সেটেই একে অপরের মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন তাঁরা। তাই সেই টিম যে আসবে, এ তো স্বাভাবিক। জমকালো সেজে, উপহার নিয়ে হাজির হয়েছিলেন সবাই। নবদম্পতিকে জানান অপরিসীম শুভেচ্ছা। তবে আচমকা এমন পোস্ট কেন তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন তৈরি হয়েছে।