প্রথম দিন মুক্তির পর নানা মুনির নানা মত শেনা গিয়েছে। দক্ষিণের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মনে করেন প্রথম দিনে ছবিটি ১০ থেকে ১২ কোটি আয় করবে। তিনি বলেন, "সপ্তাহান্তে ১০-১২ কোটি টাকা এবং সপ্তাহান্তে ৩০-৩৫ কোটি টাকা আশা করছি।"
আরও পড়ুন: ৫০হাজার টাকায় বিদেশ ভ্রমণ! এই ৫ দেশ ভারতীয়দের ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে সস্তা
advertisement
রণবীর কাপুরের অভিনয় দর্শকের নজর কেড়েছে ভীষণভাবেই। চার বছর পর রণবীরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। এই প্রসঙ্গে এক ক্রিটিক তরণ আদর্শ তাঁর ট্যুইটারে রণবীর কাপুর-অভিনীত ছবির জন্য কমেন্ট শেয়ার করেছেন। তিনি টুইট করেছেন, "এককথায় রিভিউ করলে... #শামশেরা: অসহ্য। রেটিং: ⭐️½ ঠাগস অব হিন্দুস্থানের-এর স্মৃতি ফিরিয়ে আনে... এমনকি রণবীর কাপুরের মারাত্নক অভিনয়ও এই সিনেমাটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারবে না... চরম হতাশা!"
আরও পড়ুন: তিনি সবার জন্য অনুপ্রেরণা! নীরবে ক্যান্সারের সঙ্গে লড়াই করে 'শামশেরা'র অভিনয় শেষ করলেন সঞ্জয় দত্ত
'শামশেরা' তুলে ধরে কাজা নামক এক কাল্পনিক এলাকার গল্প ৷ যেখানে একটি যোদ্ধা আদিবাসী উপজাতিকে পুরোপুরি কারাবন্দী করে তাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় ৷ এই অত্যাচারের মূলে রয়েছেন নির্মম জেনারেল শুদ্ধ সিং ৷ এই গল্প তুলে ধরে এমনই এক ক্রীতদাসের গল্প ৷ যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন এই সমস্ত দাসেদের নেতা ৷ তিনি তাঁর স্বাধীনতা এবং মর্যাদার জন্য় লড়াই শুরু করেন ৷ বাকিটা জানতে হলে দেখে ফেলতে হবে এই ছবি ৷
সিনেমা ক্রিটিক সুমিত কাদাল আবার তাঁর ট্যুইটারে শামশেরা নিয়ে একটা রিভিউ করেন, "#শামশেরার দ্বিতীয়ার্ধ থেকে - ২০মিনিট একেবারেই শেষ.. প্রথমার্ধ ভীষণই মধ্যমানের, কিছু মুহূর্ত আছে দেখার মতো... তবে গল্পের থেকে আরও অনেক বেশি আশা করা হয়েছিল.. BGM ভালো আছে!!"