TRENDING:

কফি উইথ করণে গৌরীর হাত ধরে শাহরুখ! দারুণ চমক শেষবেলায়

Last Updated:

করণের শোয়ে বাজিমাত করলেন শাহরুখ, রইল এপিসোডের প্রোমো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করণ জোহরের অত্যন্ত জনপ্রিয় এবং বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণে দারুণ চমক৷ তাঁর প্রিয় শাহরুখও থাকছেন! শাহরুখ-করণের বন্ধুত্বের কথা সকলের জানা৷ শাহরুখের কেরিয়ারে উল্লেখযোগ্য যে সব সিনেমা রয়েছে তার মধ্যে বেশির ভাগই করণ জোহর পরিচালিত বা প্রযোজিত৷ এবং এই সব ছবিগুলি শাহরুখ খানের জীবনের মাইলস্টোন৷ তাই বলিউডে শাহরুখ-করণের জুটি মানেই সুপার ডুপার হিট! শাহরুখের পরিবারের সঙ্গেও জোহর পরিবারের সম্পর্ক খুবই গভীর৷ একে অপরের সুখে দুঃখে সর্বদা পাশে থাকেন৷ এমনকী শাহরুখ পত্নী গৌরীও রয়েছে করণের বেস্ট অব ফ্রেন্ডসদের তালিকায়৷ তাই তো কফি উইথ করণের ১২তম পর্বে থাকবেন গৌরী৷
advertisement

আরও পড়ুন খড়ি ওরফে সোলাঙ্কির গোপন ছবি ফাঁস করলেন গৌরব!জন্মদিনে বিশেষ উপহার দেওর রাহুলের, দেখে নিন

তবে শুধু গৌরী নন, থাকবেন বলিউড ওয়াইভরা৷ গৌরী খান, মাহীপ কাপুর এবং ভাবনা পান্ডে৷ এদের সকলের বন্ধুত্ব অটুট৷ এদের সঙ্গে নীলম কোঠারিও রয়েছেন৷ তবে তিনি আসতে পারেননি এই বিশেষ এপিসোডে৷ সঞ্জয় খানের স্ত্রী মাহীপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে৷ এর আগে এদের নিয়ে নেটফ্লিক্সে একটি সিরিজও তৈরি হয়েছিল৷ Bollywood Wives নামের এই সিরিজে উঠে এসেছিল গৌরী খান, মাহীপ কাপুর, ভাবনা পান্ডে এবং নীলম কোঠারির গল্প৷ বলিউড স্টার স্বামীদের ঘরণীরা কীভাবে কাটান তাঁদের জীবন, সেই গল্পই দেখিয়েছিল এই সিরিজ৷ এর প্রযোজকও ছিল করণ জোহরে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট৷

advertisement

কানাঘুষো শোনা গিয়েছিল যে শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কফি উইথ করণে অতিথি হয়ে আসার জন্য৷ তবে তিনি না করে দেন৷ তাই কিছুটা চমক দিতে করণ নিয়ে এসেছেন শাহরুখ পত্নীকে৷ এমনিতে গৌরী খুবই প্রচার বিমুখ৷ নিজের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন৷ ইন্টিরিয়ার ডিজাইনার হিসেবে তাঁর খ্যাতিও কম নয়৷ গৌরী ও তাঁর বন্ধুরা থাকবেন এই শোয়ে৷ ইতিমধ্যেই এপিসোডের প্রোমো নজর কাড়ছে৷ কখনও গৌরী ফাঁস করছেন শাহরুখের গোপন কথা৷ কখনও আবার জানিয়েছেন সুহানার প্রতি তাঁর পরামর্শ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তাহলে শাহরুখ থাকছেন কোথায়? এটাই বিশেষ আকর্ষণ এই এপিসোডের৷ সাধারণত করণের শোয়ে যে অতিথি আসুক না কেন, তাদের অন্য কোনও বলিউড স্টারকে ফোন করতে হয়৷ শোয়ে যে খেলা হয়, তার বিশেষ নিয়মে৷ এখানেও সেই নিয়ম ছিল৷ করণ জানান যে গৌরীর ফোন যদি শাহরুখ খান তোলেন তাহলে একটি প্রশ্নের জন্য ৬ পয়েন্ট দেওয়া হবে৷ এবং তখনই শাহরুখ গৌরীর ফোনে বলে ওঠেন, হ্যালো করণ ইটম মি শাহরুখ! অর্থাৎ ফোনের এই উত্তরেই যেন বাজিমাত করে দেন বাদশাহ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কফি উইথ করণে গৌরীর হাত ধরে শাহরুখ! দারুণ চমক শেষবেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল