ভারত-পাকিস্তানের ম্যাচের আগে তাই তো বড় ছেলে আরিয়ানকে নিয়ে তৈরি শাহরুখ৷ দু’জনের জন্যই রয়েছে বিশেষ জার্সি৷ সেই জার্সি পরেই খেলা দেখবেন কিং খান ও তার ছেলে৷ ভারতীয় দলের জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে নীল রঙের জার্সি পরেছেন শাহরুখ ও আরিয়ান৷ কিন্তু জার্সির নাম দেখে একটু অবাক হবেন৷ এগুলো কার নাম? বাবার জার্সিতে লেখা মুফাসা, ছেলের জার্সিতে লেখা সিম্বা৷
advertisement
আরও পড়ুন ছেলেকে সঙ্গে নিয়ে খুল্লমখুল্লা পোশাক কেন মা মালাইকার? ট্রোলড হলেন সুন্দরী...
আসলে শাহরুখ মানেই তো এনন্টারটেইমেন্ট! তাই জার্সির নামও দা লায়ন কিং ছবির অনুসারে৷ একদিকে যেমন ওয়ার্ল্ড কাপে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ রয়েছে তেমন রয়েছে ফাদার্স ডে সেলিব্রেশন৷ তাই তো বাবা-ছেলের এই কম্বিনেশন৷ নিজেই সে কথা লিখেছেন কিং খান৷ শাহরুখ লিখেছেন ম্যাচের জন্য তৈরি এটাই ফাদার্স ডে স্পিরিট...গো ইন্ডিয়া গো৷