খুনসুটি আর প্রশ্নোত্তর এখানেই শেষ হল না। বাড়ির সাদামাঠা পোশাকে বসে থাকা শাহিদকে মীরার প্রশ্ন, 'জিনস কবে পরছ তুমি?' উত্তর যদিও এল না। 'কেন আমার পা দুটো কি তোমার পছন্দ নয়!', বলে উঠলেন পর্দার কবীর সিং। মীরা যদিও কথা বাড়ালেন না। হাসতে হাসতে বললেন, 'এ বার থামো!' কিন্তু থামতে বললেই থামা যায় নাকি!
advertisement
শাহিদ ফের প্রশ্ন করলেন , 'বলো, আমার লোমশ পা দুটি কি তোমার পছন্দ নয়'? তাঁর কথার সুরে খুনসুটি স্পষ্ট। এ বার আর হাসি চাপতে পারলেন না মীরা। এক গাল হেসে দিলেন বরের কাণ্ড দেখে।
আরও পড়ুন: প্রথম তিন দিনেই 'ব্রহ্মাস্ত্র'কে টক্কর! কত টাকা এল 'দৃশ্যম ২'-এর ভাঁড়ারে
আরও পড়ুন: আচমকাই বড় বদল শাহরুখ খানের 'মন্নত'-এ, কোথায় গেল সেই নেমপ্লেট? হতভম্ব ফ্যানেরা
স্ত্রীর সঙ্গে খুনসুটির এই মুহূর্তকে লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহিদ। আরও একবার তাঁদের রসায়নে বুঁদ অনুরাগীরা।
২০১৫ সালে সাতপাক ঘোরেন শাহিদ-মীরা। আপাতত দুই ছেলেেময়ে নিয়ে রূপকথার জীবন তাঁদের।