এক্স হ্যান্ডেলে শাহরুখ এক ভক্তের প্রশ্নের জবাবে লিখলেন, ‘টাইগার ৩ দেখতে দারুণ লাগছে। ভাই ভাই তো। দারুণ লেগেছে।’ আরেক ভক্তের প্রশ্নের উত্তরে শাহরুখ ফের লিখেছেন, ‘এটা তো শুধু টিজার… টাইগার… ছবি এখনও বাকি আছে আমার বন্ধু। এটা দারুণ হতে চলেছে (ভিতরের গল্প বলছি) হা হা!!!’ আর এতেই জল্পনা আরও বেড়েছে, টাইগার ৩-তে দেখা যাবে জওয়ান শাহরুখ খানকেও।
advertisement
আরও পড়ুন: দেখা মিলল সলমানের, টাইগার ৩-র চোখ ধাঁধানো টিজার কাঁপাচ্ছে! বড় যোগ শাহরুখের, দেখুন
বুধবার প্রকাশ্যে এল ‘টাইগার ৩’-এর টিজার। ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিকে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘টাইগার ৩’-এর ঝলক বের হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। অপেক্ষার অবসান। এজেন্ট টাইগার হয়ে ফের একবার পর্দা কাঁপাতে হাজির সলমান খান।
আরও পড়ুন: কিছু খেলেই বুকজ্বালা করে? অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা নির্মূল করবে এই চেনা সবজি
ছবিতে নাকি বিরাট যোগ রয়েছে শাহরুখ খানের জওয়ান-এর। এক ঝলকেই বাজিমাত করেছে টাইগার ৩। ফের সলমানের টাইগার অবতার দেখেই দারুণ খুশি ভক্তরা। টাইগার ৩ -এর টিজার দেখেই ভাইজান ভক্তরা বলছেন, এই ছবি পাঠান, জওয়ান-এর রেকর্ড ভেঙে হাজার কোটির থেকেও বেশি ব্যবসা করবে। দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের নতুন ছবি টাইগার ৩। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী।