সম্প্রতি টিনা শ্রফের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন অগস্ত্য এবং সুহানা। আর সেখানেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে তাঁদের প্রেমের গুঞ্জন। পার্টি থেকে বেরিয়ে সুহানা যাতে ঠিক মতো গাড়ি পর্যন্ত পৌঁছে যান, সে দিকে বিশেষ খেয়াল রেখেছিলেন অমিতাভ বচ্চনের নাতি। সুহানার দিকে ফ্লায়িং কিসও ছুড়ে দেন তিনি। গাড়িতে ওঠার আগে অগস্ত্যের হাত ছুঁয়ে নেন শাহরুখ-তনয়া। পাপারাৎজির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই তা নিয়ে আর চর্চার শেষ নেই।
advertisement
আরও পড়ুন: মোহরকে নিয়ে নতুন সংসার প্রাক্তন দুর্নিবারের! আচমকাই মীনাক্ষীর পোস্টে মৃত্যুর কথা
আরও পড়ুন: পার করে দিলেন সব সীমা! ত্বকের রংয়ের অন্তর্বাস, সবুজ জালে ধরা দিলেন উরফি জাভেদ
জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে বলিউডে হাতেখড়ি হবে অগস্ত্য এবং সুহানার। তবে নিছক পেশাগত কারণে নয়, পারিবারিক সূত্রে অনেক আগে থেকেই তাঁদের আলাপ। কয়েক মাস আগে জানা গিয়েছিল, অগস্ত্য এবং সুহানার প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন অমিতাভ-কন্যা শ্বেতা। খান বা বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি। নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ অগস্ত্য-সুহানার।