TRENDING:

ফোটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা !

Last Updated:

এরমকটা যে ঘটবে সেটা বুঝতেই পারেনি শাহরুখ খান ৷ আর যখন বুঝতে পারলেন, তখন অনেকটা দেরি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এরমকটা যে ঘটবে সেটা বুঝতেই পারেনি শাহরুখ খান ৷ আর যখন বুঝতে পারলেন, তখন অনেকটা দেরি ৷ তবে বলিউডের অন্যান্য হিরোর মতো ঘটনা থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন না বলিউডের বাদশা ৷ বরং নিলেন সব দায়িত্ব !
advertisement

ঘটনাটা ঘটেছে বুধবার আলিয়া ভাটের বার্থডে পার্টিতে ৷ আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আলিয়ার বাড়িতে হাজির হয়েছিলেন শাহরুখ ৷ আর সেখানেই পাপারাৎজিদের ভিড় জমা হয় ৷ শাহরুখের গাড়ি থেকে নামার আগেই চলতে থাকে ক্যামেরা ৷ উঠতে থাকে ফোটো ৷

ঠিক এই সময়ই চিল চিৎকার শুরু ৷ শাহরুখের গাড়ির চাকার নিচে চলে আসে এক ফোটোগ্রাফারের পা ৷ আর সে খবর জানতে পেরেই, গাড়ি থেকে নেমে আসেন শাহরুখ ৷ বডিগার্ডেদের বলেন ফোটোগ্রাফারকে গাড়িতে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, শাহরুখ খুব বিনম্রভাবেই কথা বলেছেন ৷ এমন স্পষ্টই জানিয়েছেন, আহত ফোটোগ্রাফারের সমস্ত চিকিৎসার খরচ বহন করবেন শাহরুখই ৷ আহত ফোটোগ্রাফারকে নিয়ে যাওয়া হয় নানাবতি হাসপাতালে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফোটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল