বলিউডে পা রাখতে চলেছেন আরিয়ান খান। শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র। তবে বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্যামেরার সামনে নয়, আরিয়ান থাকবেন আড়ালেই।
ক্যামেরা কখনওই তাঁকে টানেনি। বাবা শাহরুখ খান বিশ্বের অন্যতম সফল অভিনেতা হলেও আরিয়ান আগাগোড়াই মন দিয়েছেন লেখালেখিতে। সাদা পাতায় নিজের কল্পনাকে তুলে এনে বুনেছেন গল্প। মঙ্গলবার অবশেষে নতুন অধ্যায় শুরুর কথা জানিয়ে দিলেন শাহরুখ-তনয়।
advertisement
শোনা গিয়েছিল, কোনও একটি ছবির গল্প লিখছেন আরিয়ান। এ বার সেই গুঞ্জনেই শিলমোহর পড়ল। সদ্য একটি চিত্রনাট্য লেখা শেষ করেছেন শাহরুখ-তনয়। তারই একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে লেখেন, 'লেখা শেষ করলাম। এ বার অ্যাকশন বলার অপেক্ষায় আছি।'
নবাগত পরিচালকে প্রথম ছবির প্রযোজনার দায়িত্বে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। শাহরুখের সংস্থা। ছেলের নতুন অধ্যায়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বাদশা। লিখেছেন, 'বাহ। আস্থা রাখা, চিন্তাভাবনা আর স্বপ্ন দেখার পর্বে ইতি। এ বার সাহস দেখাতে হবে। প্রথম কাজের জন্য শুভেচ্ছা। এটি সব সময়ই বিশেষ।'
শাহরুখের মন্তব্যের উত্তরে আরিয়ান লেখেন, 'ধন্যবাদ। সেটে এসে তুমি চমকে দেবে, সেই অপেক্ষায় আছি।'
আরও পড়ুন: গোঁয়ার্তুমি করে মেয়েকে ‘ডিপ কোমায়’ পাঠাল! চিকিৎসককে নিয়ে বিস্ফোরক ঐন্দ্রিলার মা
আরও পড়ুন: কেমন আছে ঐন্দ্রিলার দুই পোষ্য বোজো-তোজো? জানালেন প্রয়াত নায়িকার মা
স্বভাবসিদ্ধ রসিকতায় শাহরুখ লেখেন, 'তা হলে দুপুরের শিফট রাখবে। সকাল সকাল শিফট রাখলে চলবে না।'
মাদককাণ্ডের ঝড়ঝাপটা শেষে স্বপ্নপূরণের পালা। ছবির গল্পকার এবং পরিচালক, দুই-ই আরিয়ান। শাহরুখ-পুত্রকে শুভেচ্ছা জানিয়ে প্রায় গোটা ইন্ডাস্ট্রি। পরিচালক আরিয়ানের প্রথম নায়ক কি শাহরুখ? নাকি সেখানেও ছক ভাঙবেন ২৫-এর তরুণ? এখন সেটাই দেখার।