সম্প্রতি 'ডানকি' ছবির সেট থেকে অন্দরের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যা ভাইরাল হতে একটুও সময় লাগেনি৷ শুটিং সেটেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানকে দেখা গিয়েছে৷ সূত্রের খবর, ছবির পরিচালক এবং তার প্রযোজনা দল গত সপ্তাহে সোনামার্গে গিয়েছিলেন। আরও জানা গেছে, কোরিওগ্রাফার গণেশ আচার্যের সঙ্গে একটি গানের শুটিং করবেন বলে সেখানে পৌঁছে গেছে গোটা টিম৷।
advertisement
আরও পড়ুন-ঠিক যেন আগুনে কন্যা! লো-নেক পোশাকে 'ব্ল্যাক বিউটি' শুভশ্রী, ৩ নম্বর ছবিটি না দেখলেই মিস
আরও পড়ুন-বক্সঅফিসে লক্ষ্মীলাভ! দেশ জুড়ে নজির গড়ে আপ্লুত সলমন, ছবির আয় দেখে কী বললেন ভাইজান
পাঠানের সাফল্যের পর থেকে খান ভক্তরা তার বিগ বাজেটের দুই ছবি 'জওয়ান' এবং 'ডানকি'র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। ছবি নিয়ে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে৷ এর মধ্যেই শোনা যাচ্ছে, 'ডানকি' ছবিতে ভারতীয় সেনার ভূমিকায় দেখা যেতে পারে৷ অভিনয়ের কেরিয়ারে এর আগে একাধিকবার আর্মি অফিসারের চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে৷ অভিনেতার চরিত্র নিয়ে জল্পনা চলছে৷ তবে সঠিক কোনও খবর এখনও জানা যায়নি৷ এর আগেও শুটিংয়ের বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছে অভিনেতাকে৷ ভূস্বর্গ কাশ্মীরে সিনেমার শুটিং হওয়ায় ভীষণ আপ্লুত ভক্তরা৷ হোটেল ব্যবসায়ী মুশতাক ছায়া বলেন, 'আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এখানে বলিউডের আসার জন্য। আমরা সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তুত এবং পরিকাঠামো আরও উন্নয়ন করার চেষ্টা করছি'।