গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ শাহরুখ খান বলেন, ‘২৬/১১ সন্ত্রাসী হামলা,পহেলগাম সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং এই হামলায় শহীদ হওয়া আমাদের সাহসী কর্মীদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’
advertisement
তিনি ভারতের সাহসী সৈন্য ও জওয়ানদের উদ্দেশ্যে বলেন। ‘আজ, দেশের সাহসী সৈন্য ও জওয়ানদের জন্য, আমাকে এই চারটি লাইন বলতে বলা হয়েছে যা খুবই সুন্দর। তাই দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কী করেন? তখন গর্বের সঙ্গে বলুন যে আমি দেশকে রক্ষা করি। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কত আয় করেন? একটু হেসে বলুন যে আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি। আর যদি কেউ পিছন ফিরে জিজ্ঞাসা করে যে আপনি কি কখনও ভয় পান, তাহলে তাদের চোখের দিকে তাকিয়ে বলুন যে যাঁরা আমাদের আক্রমণ করে তাঁরা ভয় পায়।’
তিনি ঐক্য ও শান্তির একটি শক্তিশালী বার্তা আরও ভাগ করে নিয়ে বলেন,‘আসুন আমরা সকলে একসঙ্গে শান্তির দিকে পদক্ষেপ নিই। আসুন আমরা আমাদের চারপাশের জাতি, ধর্ম এবং বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটি যাতে আমাদের দেশের শান্তির জন্য আমাদের বীরদের শহীদত্ব বৃথা না যায়।’
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, শাহরুখ খানকে পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে দেখা যাবে। তিনি তার ৬০তম জন্মদিন উপলক্ষে ছবিটির প্রথম লুক প্রকাশ করেছেন। ‘কিং’ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, জয়দীপ আহলাওয়াত এবং দীপিকা পাড়ুকোন।
