তাঁদের মধ্যে একজন ভারতীয় নৌসেনা অফিসার এবং একজন গোয়েন্দা ব্যুরোর সদস্যও ছিলেন। ঘটনার পর থেকে গোটা দেশ স্তব্ধ। জঙ্গিহামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন শাহরুখ খান।
এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘পহেলগাঁওতে যে বর্বর অমানবিক জঙ্গিহামলা ঘটেছে তার দুঃখ ও রাগ বহিঃপ্রকাশের ভাষা নেই। এরকম সময়ে উপরওয়ালার কাছে শুধু প্রার্থনাই করা যায় যাঁরা ভুক্তভোগী তাঁদের পরিবারের জন্যে। আমিও সমবেদনা জানাই। এক দেশ হিসেবে একাত্ম হয়ে এরকম নৃশংস ঘটনার বিচার চাই’।
শাহরুখের আগে পহেলগাঁওয়ের এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বলিউডের একাধিক অভিনেতা। অক্ষয় কুমার লিখেছেন, ‘পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।’
আরও পড়ুন: ‘রাস্তাতেই আটকে দিল ওঁরা…’! পহেলগাঁওতে বরাত জোরে প্রাণে বাঁচলেন ৩৮ বাঙালি পর্যটক, কীভাবে জানেন?
ফারহান আখতারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন, ‘পহেলগাঁও-তে জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত। নিরীহ মানুষদের উপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিবারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি।’