আরও পড়ুনঃ নতুন বাসনে দামের স্টিকার? স্ক্র্যাচ ছাড়াই সেটি তোলার সেরা উপায় জেনে নিন!
জাতীয় সংবাদমাধ্যম, ANI-এর খবর অনুসারে, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ডাংকি বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বিশেষ স্ক্রিনিং-এ উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ মুক্তি পেতে সেই পুরনো চেনা ছবি আবারও ধরা পড়ল। শীতের দাপট, প্রবল ঠান্ডা সব কিছুকে উপেক্ষা করেই ভক্তদের ভিড় উপচে পড়ল সিনেমাহলগুলিতে।
advertisement
শাহরুখ খান অভিনীত এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পন্নু, অনিল গ্রোভার, বিক্রম কোচ্চর, বোমান ইরানি, এবং বিশেষ চরিত্রে দেখা যায় ভিকি কৌশলও। রাজকুমার হিরানির আর শাহরুখের একসঙ্গে এটা প্রথম ছবি। প্রথম ছবিতেই ছক্কা মেরেছে এই জুটি দাবি দর্শকদের। দর্শকদের একাংশের দাবি ‘ডাংকি’- করমুক্ত ঘোষণা করা উচিত। কারণ এই ছবি একটি বাস্তব সমস্যাকে তুলে ধরেছে যা সকলের জানা এবং দেখা উচিত।