রোম্যান্সিং কিং জিন্দা বান্দা এবার নিজের পছন্দের ধরনের গান সামনে এনে মুগ্ধ করেছেন ফ্যানেদের। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরগরম হয় ‘জওয়ান’-এর নতুন গান। ভাইরাল হয়েছে গানটি।
advertisement
আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!
অরিজিৎ সিংয়ের কণ্ঠে, শাহরুখ খানের চেনা ম্যানারিজমে ফের একবার ক্যামেরার সামনে তৈরি হয়েছে ম্যাজিক। সঙ্গে দক্ষিণী নায়িকা নয়নতারার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে প্রেমের গানে। ‘রং দে তু মোহে গেরুয়া’ থেকে ‘ঝুমে জো পাঠান’, অরিজিতের গানে শাহরুখ যখনই লিপ মিলিয়েছেন, তা চার্টবাস্টার কাঁপিয়ে দিয়েছে। সেই ধারা বজায় রেখেই প্রকাশ্যে এল ‘ছলিয়া’ গানটি। নতুন এই গানে নয়নতারার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছেন শাহরুখ। আর অরিজিতের সঙ্গে তাল মিলিয়ে গানটি গেয়েছেন শিল্পা রাও। সুরকার অনিরুদ্ধ রবিচান্দের।
আরও পড়ুন: বড় খবর! খুরদা ডিভিশনে থার্ড লাইনে মেরামতির কাজ, কাল থেকে বাতিল ১২২টি ট্রেন
রোমান্টিক শাহরুখ খান অনেক দিন ধরেই অন্য ঘরানার ছবিতে কাজ করছেন। তবে এই রকম ভয়ঙ্কর তাঁকে এর আগে কখনও লাগেনি। এই প্রথম এমন কোনও চরিত্রে অভিনয় করছেন কিং খান। ট্রেলারের পর এবার নতুন গানেও সাড়ে জাগাচ্ছেন শাহরুখ খান। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।