TRENDING:

Shah Rukh Khan || Kiara Advani: 'দেবদাস'-এর পর সঞ্জয়ের ছবিতে ফিরছেন শাহরুখ? কিং খানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা! ভাইরাল ট্যুইট

Last Updated:

শোনা যাচ্ছে সঞ্জয়ের আসন্ন ছবি 'ইনশাল্লাহ'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধার্থ-পত্নী কিয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পাঠানের ব্যাপক সাফল্যের পর এবার গুঞ্জন কিয়ারা আডবাণীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কিং খান। মাঝে বেশ কিছু বছর তিনি কোন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেননি। ২০১৮ 'জিরো'র পর আবার ২০২৩-এ পাঠানের হাত ধরে প্রায় পাঁচ বছর পর তাঁকে নাম ভূমিকায় দেখা গেল। পাঠানের বিশাল সাফল্য দেখে এখন বহু পরিচালকই আবার শাহরুখের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তাঁদের মধ্যে সঞ্জয় লীলা বনশালী অন্যতম। শোনা যাচ্ছে আবার বলিউডে সঞ্জয়ের ছবিতে দেখা যাবে শাহরুখকে।
শাহরুখ-কিয়ারা
শাহরুখ-কিয়ারা
advertisement

সঞ্জয়ের সঙ্গে শাহরুখের শেষ কাজ ছিল 'দেবদাস' তারপর বহু বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। বর্তমানে শোনা যাচ্ছে সঞ্জয়ের আসন্ন ছবি 'ইনশাল্লাহ'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধার্থ-পত্নী কিয়ারা। তবে এই ছবিতে শুরুতে শাহরুখের কাজ করার কোনও সম্ভাবনা ছিল না। সে জায়গায় অন্য এক 'খান'-এর কাজের কথা হয়েছিল। তিনি হলেন বলিউডের 'ভাইজান' সলমন খান। কিন্তু সলমনের সঙ্গে কাজ সংক্রান্ত মতান্তর দেখা দেওয়ায় এই ছবি কাজ মুলতবি রেখেছিলেন সঞ্জয়।

advertisement

আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 'সোহাগ জল'-এর অভিনেত্রী! জানালেন বিয়ের দিনক্ষণ

বর্তমানে তিনি আবার সেই কাজে হাত দিয়েছেন। ছবির জন্য নতুন করে ভাবনা-চিন্তাও শুরু করেছেন তিনি। নব্বইয়ের দশকের দুই মেগা-তারকা রয়েছেন তাঁর ভাবনায়। তার মধ্যেই হঠাৎ ভাইরাল এক ট্যুইট, যেখানে বলা হয় শাহরুখ-কিয়ারা জুটি বাঁধতে চলেছেন। ছবিটি হবে মূলত রোমান্টিক কমেডি। সম্ভবত মুক্তি পেতে পারে ২০২৫ সালের ভ্যালেন্টাইন্স সপ্তাহে।

advertisement

আরও পড়ুন: নীল-তিয়াশার সম্পর্কের সমীকরণটা ঠিক কী রকম? জানালেন অভিনেত্রী নিজেই

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে অনেকেই মনে করছেন এই পুরো বিষয়টি গুজব। শাহরুখ-কিয়ারাকে নিয়ে রটনা হচ্ছে। বর্তমানে কিয়ারা 'সত্য প্রেম কি কথা' নামে একটি রোমান্টিক কমেডি ছবির শুটিংয়ে ব্যস্ত যেটি এই বছরই মুক্তি পাবে। অন্যদিকে শাহরুখ খানকে দক্ষিণী পরিচালকের ছবিতে খুব তাড়াতাড়ি দেখা যাবে এমনটাই গুঞ্জন বলিউডে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan || Kiara Advani: 'দেবদাস'-এর পর সঞ্জয়ের ছবিতে ফিরছেন শাহরুখ? কিং খানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা! ভাইরাল ট্যুইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল