প্রেমিক অনুরাগ তিওয়ারিকেই বিয়ে করলেন তিনিSayantani Ghosh wedding)। সায়ন্তনী ঘোষ কলকাতার মেয়ে। বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের চেনা মুখ তিনি। কিন্তু সায়ন্তনী কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেলেন। সেখানেই নিজের কেরিয়ার তৈরি করেছেন তিনি। হিন্দি ধারাবাহিক 'নাগিন'-এ সাপের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছেন তিনি।
পেশায় ফিটনেস ট্রেনার অনুরাগSayantani Ghosh wedding), কলকাতায় বিয়ের পর অনুরাগের শহর জয়পুরে হল দুজনের রিসেপশন। সায়ন্তনী নিজেই জানিয়েছেন, খুব কাছের বন্ধু এবং দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন তাঁরা। কোনও জমকালো অনুষ্ঠান নয়, ছিমছাম আয়োজনের মধ্যে দিয়েই নিজেদের আট বছরের প্রেম সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন এই জুটি।
অন্যদিকে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সেরেছেন তাঁদের বিয়ে। রাজকীয় ভাবে বিয়ে করেছেন তাঁরা। ছিল অনেক কড়াকড়ি। গোটা বলিউড সেখানেই ভিড় জমিয়েছেন। তবে সায়ন্তনীর বিয়েতে একেবারেই বিশাল জাঁক-জমক ছিল না। ভি-ক্যাটের বিয়ের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছিল এই জুটির। তবে সায়ন্তনীরSayantani Ghosh wedding) বিয়ের ছবি মন জয় করেছে নেটিজেনদের। এভাবেও করোনার কথা মাথায় রেখে ছিম-ছাম বিয়ে সারা যায়, সেটাই করে দেখালেন নায়িকা।
আরও পড়ুন: 'কাটে নেহি কাটতি' গানে একেবারে শ্রীদেবীর মতো নাচলেন কনিনীকা ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
নিজেদের ইনস্টা হ্যান্ডেলে বিয়েরSayantani Ghosh wedding) ছবি শেয়ার করেছেন তাঁরা। রিশেপশনে শাড়ি ও হালকা গয়নায় দেখা গেল সায়ন্তনীকে। মাথা ভর্তি সিঁদুর,বেনারসি শাড়িতে একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছেন তিনি। অনুরাগকেও দেখা গেল কালো পোশাকে। জয়পুরেই ছিল তাঁদের রিশেপশন। বৌভাত পর্ব মিটিয়ে তাঁর ফিরে আসবেন মুম্বইতে। ফের শুরু করবেন শ্যুটিং।