TRENDING:

Sayak Chakraborty: '৩ মাসের অপেক্ষার ফল', 'রামপ্রসাদ'-এ অভিনয় নিয়ে অকপট সায়ক, জানালেন কবে শুরু মেগা

Last Updated:

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'। গুঞ্জন শোনা যাচ্ছিল ধারাবাহিকের হাত ধরে আবার ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম তাঁর সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা জানান, তাঁকে এই ধারাবাহিকে রামপ্রসাদের ভাইয়ের চরিত্রে দেখা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'। গুঞ্জন শোনা যাচ্ছিল ধারাবাহিকের হাত ধরে আবার ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম তাঁর সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা জানান, তাঁকে এই ধারাবাহিকে রামপ্রসাদের ভাইয়ের চরিত্রে দেখা যাবে।
নতুন ধারাবাহিক রামপ্রসাদ
নতুন ধারাবাহিক রামপ্রসাদ
advertisement

বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ সায়ক। এর আগে তাঁকে 'করুণাময়ী রানী রাসমণি', 'মহাপ্রভু শ্রীচৈতন্য'র মতো পৌরাণিক কাহিনীর অবলম্বনে তৈরি ধারাবাহিকে দেখা গিয়েছে। একদিকে যেমন আধুনিক গল্পের উপর তৈরি ধারাবাহিকে কাজ করেছেন, পাশাপাশি তাঁকে বিভিন্ন পিরিয়ডিক ড্রামাতেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: বাংলা মেগার এই সব অভিনেত্রীরা আসলে একে অপরের বোন! তাঁরা কারা জানেন? দেখে নিন

advertisement

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'-এ তাঁকে দেখা যাবে। অভিনেতার ভাষায়, " হ্যাঁ। এটা আমার তিন মাসের অপেক্ষার ফল। আমি ডিসেম্বর থেকে প্রায় তিন মাস আমি কোনও কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। পিরিয়ডিক ড্রামা বা পৌরাণিক কাহিনীর উপর যে কাজগুলো হয়, সেগুলো করতে বেশি পছন্দ করি। আগে যেরকম 'রানী রাসমণি', 'কাদম্বিনী', 'কপালকুণ্ডলা'তে অভিনয় করেছি। "

advertisement

ধারাবাহিকের চরিত্র সম্পর্কে সায়ক বলেন, " আমাকে রামপ্রসাদের ভাইয়ের চরিত্রে দেখা যাবে। চরিত্রটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে নেগেটিভ কিন্তু এখনও ঠিক বলা যাচ্ছে না পুরো নেগেটিভ কি না। বলা যেতে পারে এই চরিত্রের মধ্যে একটা গ্রে শেড রয়েছে।"

আরও পড়ুন: পাকা হয়ে গেল পরিণীতি-রাঘবের বাগদানের দিনক্ষণ? রাজনীতি-বিনোদনের গাঁটছড়া কি শীঘ্রই

advertisement

করুণাময়ী রানী রাসমণিতেও খলনায়কের ভূমিকাতে দেখা গিয়েছিল সায়ক-কে। এবারও তাই, দুটো চরিত্রের মধ্যে কতটা পার্থক্য, অভিনেতার উত্তর " দুটো চরিত্র একদমই আলাদা। আমার অভিনীত প্রতিটা চরিত্রই স্বতন্ত্র। আমি মানুষটা যেহেতু এক তাই লুকের দিক থেকে হয়তো কিছুটা মিল পাওয়া যেতে পারে। কিন্তু চারিত্রিক দিক থেকে একেবারেই আলাদা। এই চরিত্রেও আমার গোঁফ থাকছে, তবে এক্ষেত্রে আমি নিজেই গোঁফ রাখছি। "

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন আশার আলো দুর্গাপুরের কুমোরটুলিতে! চেনা ছবি বদলে একেবারে উলটো চিত্র
আরও দেখুন

নতুন টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিলেন তিনি, বললেন " আমার মনে হচ্ছে আমি ওঁদের কাছে নতুন। সব্যসাচীদা, পায়েলদি এত অভিজ্ঞতা সম্পন্ন, এত ভাল, কাজের ক্ষেত্রে এত সাবলীল, আমি প্রতিমুহূর্তে নতুন কিছু শিখছি । অনেক জায়গায় মেকআপ রুম পলিটিক্স হয়, কিন্তু এখানে সেটা একেবারেই নেই। পায়েল দি তো আমার ফেভারিট। ভীষণ ভাল মানুষ। এর আগে 'মা দুর্গা'-য় আমরা একসঙ্গে কাজ করেছি। এখানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হবে না হয়তো। কিন্তু মেকআপ রুমে আমাদের দেখা হয়। সব্যসাচীদা-ও ভীষণ ভাল"। আগামী ১৭ এপ্রিল প্রতিদিন সন্ধের ৬টায় স্টার জলসায় শুরু হবে এই ধারাবাহিক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sayak Chakraborty: '৩ মাসের অপেক্ষার ফল', 'রামপ্রসাদ'-এ অভিনয় নিয়ে অকপট সায়ক, জানালেন কবে শুরু মেগা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল