বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ সায়ক। এর আগে তাঁকে 'করুণাময়ী রানী রাসমণি', 'মহাপ্রভু শ্রীচৈতন্য'র মতো পৌরাণিক কাহিনীর অবলম্বনে তৈরি ধারাবাহিকে দেখা গিয়েছে। একদিকে যেমন আধুনিক গল্পের উপর তৈরি ধারাবাহিকে কাজ করেছেন, পাশাপাশি তাঁকে বিভিন্ন পিরিয়ডিক ড্রামাতেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: বাংলা মেগার এই সব অভিনেত্রীরা আসলে একে অপরের বোন! তাঁরা কারা জানেন? দেখে নিন
advertisement
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'-এ তাঁকে দেখা যাবে। অভিনেতার ভাষায়, " হ্যাঁ। এটা আমার তিন মাসের অপেক্ষার ফল। আমি ডিসেম্বর থেকে প্রায় তিন মাস আমি কোনও কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। পিরিয়ডিক ড্রামা বা পৌরাণিক কাহিনীর উপর যে কাজগুলো হয়, সেগুলো করতে বেশি পছন্দ করি। আগে যেরকম 'রানী রাসমণি', 'কাদম্বিনী', 'কপালকুণ্ডলা'তে অভিনয় করেছি। "
ধারাবাহিকের চরিত্র সম্পর্কে সায়ক বলেন, " আমাকে রামপ্রসাদের ভাইয়ের চরিত্রে দেখা যাবে। চরিত্রটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে নেগেটিভ কিন্তু এখনও ঠিক বলা যাচ্ছে না পুরো নেগেটিভ কি না। বলা যেতে পারে এই চরিত্রের মধ্যে একটা গ্রে শেড রয়েছে।"
আরও পড়ুন: পাকা হয়ে গেল পরিণীতি-রাঘবের বাগদানের দিনক্ষণ? রাজনীতি-বিনোদনের গাঁটছড়া কি শীঘ্রই
করুণাময়ী রানী রাসমণিতেও খলনায়কের ভূমিকাতে দেখা গিয়েছিল সায়ক-কে। এবারও তাই, দুটো চরিত্রের মধ্যে কতটা পার্থক্য, অভিনেতার উত্তর " দুটো চরিত্র একদমই আলাদা। আমার অভিনীত প্রতিটা চরিত্রই স্বতন্ত্র। আমি মানুষটা যেহেতু এক তাই লুকের দিক থেকে হয়তো কিছুটা মিল পাওয়া যেতে পারে। কিন্তু চারিত্রিক দিক থেকে একেবারেই আলাদা। এই চরিত্রেও আমার গোঁফ থাকছে, তবে এক্ষেত্রে আমি নিজেই গোঁফ রাখছি। "
নতুন টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিলেন তিনি, বললেন " আমার মনে হচ্ছে আমি ওঁদের কাছে নতুন। সব্যসাচীদা, পায়েলদি এত অভিজ্ঞতা সম্পন্ন, এত ভাল, কাজের ক্ষেত্রে এত সাবলীল, আমি প্রতিমুহূর্তে নতুন কিছু শিখছি । অনেক জায়গায় মেকআপ রুম পলিটিক্স হয়, কিন্তু এখানে সেটা একেবারেই নেই। পায়েল দি তো আমার ফেভারিট। ভীষণ ভাল মানুষ। এর আগে 'মা দুর্গা'-য় আমরা একসঙ্গে কাজ করেছি। এখানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হবে না হয়তো। কিন্তু মেকআপ রুমে আমাদের দেখা হয়। সব্যসাচীদা-ও ভীষণ ভাল"। আগামী ১৭ এপ্রিল প্রতিদিন সন্ধের ৬টায় স্টার জলসায় শুরু হবে এই ধারাবাহিক।