ঐন্দ্রিলার পরিবারের বাইরে নন অভিনেতা সৌরভ৷ রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে আত্মার টান৷ প্রথম থেকেই প্রয়াত নায়িকার প্রেমিক সব্যসাচী চৌধুরীর সঙ্গে ছিলেন তিনি৷ লড়েছেন৷ ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন৷ কখনও তীব্র ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের৷ ঐন্দ্রিলার মৃত্যুর পরে সৌরভ পোস্ট করেন, 'ঐন্দ্রিলা জিতে গেল৷ ও এর থেকে অনেক ভাল জায়গা, ভাল মানুষ (সবার উদ্দেশ্যে নয়) পাওয়ার যোগ্য৷ ও ভাল আছে, অনেক শান্তির জগতে আছে৷' পাশাপাশি সব্যসাচীকে ফোন না করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন: এটাই কি ওদের শেষ বারের মতো দেখছি? সেবার ওটিতে ঢোকার আগে মনে হচ্ছিল ঐন্দ্রিলার
আরও পড়ুন: ও জিতে গেল! ঐন্দ্রিলার মৃত্যুতে পোস্ট সৌরভ দাসের... 'সব্যসাচীকে ফোন করবেন না', বিনীত আর্জি অভিনেতার
সৌরভ এও জানালেন, ফেসবুকে আর লিখবেন না সব্যসাচী। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে সৌরভ বললেন, "ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।" নিউজ18 বাংলাকে তিনি আরও বললেন, "সব্যর কী অবস্থা, সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন। হাসপাতালের লিফ্টের এক কোণে বসে আছে ও। ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল।"