TRENDING:

স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ

Last Updated:

Aindrila Sharma death-saurav das: অভিনেত্রীর বন্ধু সৌরভ দাস নিউজ18 বাংলাকে জানালেন, রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বেরোবে সকলে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে তাঁর কলকাতার আবাসনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ঐন্দ্রিলা শর্মার। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। অভিনেত্রীর বন্ধু সৌরভ দাস নিউজ18 বাংলাকে জানালেন, রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বেরোবে সকলে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে তাঁর কলকাতার আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে  টেকনিশিয়ান স্টুডিয়োতে। তার পর সোজা ক্যাওড়াতলা। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।
advertisement

ঐন্দ্রিলার পরিবারের বাইরে নন অভিনেতা সৌরভ৷ রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে আত্মার টান৷ প্রথম থেকেই প্রয়াত নায়িকার প্রেমিক সব্যসাচী চৌধুরীর সঙ্গে ছিলেন তিনি৷ লড়েছেন৷ ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন৷ কখনও তীব্র ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের৷ ঐন্দ্রিলার মৃত্যুর পরে সৌরভ পোস্ট করেন, 'ঐন্দ্রিলা জিতে গেল৷ ও এর থেকে অনেক ভাল জায়গা, ভাল মানুষ (সবার উদ্দেশ্যে নয়) পাওয়ার যোগ্য৷ ও ভাল আছে, অনেক শান্তির জগতে আছে৷' পাশাপাশি সব্যসাচীকে ফোন না করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: এটাই কি ওদের শেষ বারের মতো দেখছি? সেবার ওটিতে ঢোকার আগে মনে হচ্ছিল ঐন্দ্রিলার

আরও পড়ুন: ও জিতে গেল! ঐন্দ্রিলার মৃত্যুতে পোস্ট সৌরভ দাসের... 'সব্যসাচীকে ফোন করবেন না', বিনীত আর্জি অভিনেতার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌরভ এও জানালেন, ফেসবুকে আর লিখবেন না সব্যসাচী। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে সৌরভ বললেন, "ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।" নিউজ18 বাংলাকে তিনি আরও বললেন, "সব্যর কী অবস্থা, সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন। হাসপাতালের লিফ্টের এক কোণে বসে আছে ও। ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল