বিজ্ঞাপন জগতের চার মূর্তি- শমীক চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরী, শুভময় বসু এবং প্রসেনজিৎ ঘোষের তৈরি এই প্রকাশনা সংস্থার যাত্রা শুরু এই গ্রাফিক নভেলের হাত ধরেই। গত প্রায় দু’দশক ধরে বিজ্ঞাপন জগতে দুর্দান্ত সব কাজ, ‘অটোগ্রাফ’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবির পোস্টারে ইতিমধ্যেই মন কেড়েছে শমীক-অন্তরাদের বিজ্ঞাপন সংস্থা গ্রিনিং ট্রি।
আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
advertisement
আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস
অনেক দিন ধরেই শমীকের মাথায় ঘুরছিল নিজেদের মতো করে, নিজেদের জন্য কিছু করার ভাবনা। তারপরেই মনে হয়েছিল বাংলায় গ্রাফিক নভেলের ধারাকে আরও জোরকদমে এগিয়ে দিলে কেমন হয়! সত্যজিতের গল্পকে ছবিতে ধরতে লেগেও পড়েন ঝটপট। সঙ্গে অন্তরা। বইয়ের কাজ শেষ হয়ে গেলেও প্রকাশক মিলছিল না কিছুতেই। তখনই এগিয়ে আসেন TOT রেডিয়োর দুই প্রতিষ্ঠাতা শুভময় এবং প্রসেনজিৎ। চার জনে মিলে গড়ে তোলেন প্রকাশনা সংস্থা সিঙ্গল শট। তার হাত ধরেই গ্রাফিক নভেল আকারে ‘খগম’-এর প্রকাশ।
এর পরে একে একে আরও বেশ কিছু বিখ্যাত গল্পকে গ্রাফিক নভেলে নিয়ে আসার ভাবনা রয়েছে তাঁদের। প্রকাশনার তালিকায় থাকবে অন্যান্য বইও।