দিল্লির গুরুগ্রামে গিয়েছিলেন একটি কাজে। সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশের। দিল্লির হাসপাতালেই ময়নাতদন্ত হবে। তার পর মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে অভিনেতা-পরিচালকের দেহ।
ঠিক কী ঘটেছিল গুরুগ্রামে?
সংবাদ সংস্থাকে বৃহস্পতিবার অভিনেতা অনুপম খের জানান, গত রাতে সতীশ গুরুগ্রামে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে শরীর খারাপ হয় বলে গাড়ি করে বেরিয়ে পড়েন। রাত ১টা নাগাদ। নিজেই বিপদ বুঝে চালককে বলেন হাসপাতালে নিয়ে যেতে। হঠাৎই গাড়িতে তাঁর শরীর খুব খারাপ হতে শুরু করে। গাড়িতেই হার্ট অ্যাটাক হয়। সময় মতো হাসপাতালে পৌঁছানো গেল না বলে বাঁচানো যায়নি সতীশকে। ময়নাতদন্তে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেতার। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।
advertisement
আরও পড়ুন: প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু! হোলির আবহে বেরঙিন বলিউড
আরও পড়ুন: সতীশ কৌশিকের প্রয়াণে শোকবার্তা অজয়-অনুপম-কঙ্গনা-নেহার, মেনে নিতে পারছে না বলিউড!
৯ মার্চ সকাল বেলা অনুপম সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ দিলেন। অভিনেতা লিখলেন, ‘জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে বেঁচে থাকতে থাকতে আমার সবথেকে প্রিয় বন্ধুকে নিয়ে এটা লিখব! ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি পড়ল। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর কোনও দিন আগের মতো হবে না। ওম শান্তি।’
অনুপম ইতিমধ্যে তাঁর প্রয়াত বন্ধুর বাড়িতে পৌঁছে গিয়েছেন। সতীশের স্ত্রী-কন্যার পাশে দাঁড়িয়েছেন তিনি। রাজ বব্বরও পৌঁছে গিয়েছেন সতীশের বাড়ি। এদিন বিকেল ৫টা নাগাদ অভিনেতা-পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে ভার্সোভা শ্মশানে। দিল্লি থেকে বিকেল ৩টে নাগাদ প্রয়াত অভিনেতার দেহ পৌঁছবে তাঁর বাড়ি।