TRENDING:

Sara Ali Khan-Viral Video: "কাকিমা, চিপস খাবে?" সারাকে কাকিমা ডেকে চিপস এগিয়ে দিল ভক্ত! তারপর? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Sara Ali Khan-Viral Video: এয়ারপোর্টে সারা আলি খানকে দেখেই এগিয়ে এলেন এক ভক্ত! তারপরেই ঘটল এই কাণ্ড! তুমুল ভাইরাল এই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সারা আলি খান! বলিউডের দক্ষ অভিনেত্রী তিনি। অভিনয় জগতে পা রেখেই সারা বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসে দৌড়াতে জানেন! সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ থেকেই সারা সকলের প্রিয় হয়ে ওঠেন! ইতিমধ্যেই তিনি অক্ষয়কুমার থেকে বরুণ ধাওয়ান, ধনুশ বহু অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সারা এমন অভিনেত্রী যে একাই গোটা ছবিটা টেনে নিয়ে যেতে পারেন! তাঁর বাবা সইফ আলি খান, মা অমৃতা সিং। বাবা মায়ের ডির্ভোসের পর সারা মায়ের সঙ্গে থাকলেও বাবা ও তাঁর স্ত্রী করিনার সঙ্গে দারুণ সম্পর্ক!
News18
News18
advertisement

ভাবছেন তো হঠাৎ করে সারার কথা কেন বলা হচ্ছে? কারণ সম্প্রতি তাঁর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে! সেখানে দেখা যাচ্ছে সারা এয়ারপোর্ট থেকে ফিরছেন! একদম ক্যাসুয়াল পোশাকে। নায়িকা সুলভ চাকচিক্য ছাড়াই ঝলমল করছেন তিনি! আর তাঁকে দেখেই এক মহিলা ভক্ত এগিয়ে এলেন। ওই ভক্ত সারাকে বলেন, “তাঁর নাতনি সারার সঙ্গে একটি ছবি তুলতে চাইছে, যদি সারা রাজি হন?” সারা সঙ্গে সঙ্গে হাসি মুখে রাজি হয়ে যান! এরপরেই ঘটে কাণ্ড!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই মহিলা তাঁর নাতনিকে নিয়ে সারার সঙ্গে ছবি তোলেন। এরপর সারা তাঁর গাড়িতে উঠতে যাবেন, এমন সময় ওই মহিলা তাঁর নাতনিকে বলে, ‘চিপস খেতে বলো ওঁকে প্লিজ’ বাচ্চাটি এই কথা জানায় সারাকে। সঙ্গে সঙ্গে হাসি মুখে সারা জানায়, ইশ যদি একটা চিপস খেতে পারতাম। ডায়েটের জন্য সারা চিপস খান না! এর পরেই ওই বাচ্চাটি তাঁর দিদাকে জানতে চায়, ” কে ছিল উনি?” বাচ্চাটি চেনেই না সারাকে। এই ভিডিও দেখেই নেটিজেনরা ওই মহিলা ভক্তের সমালোচনা শুরু করে নেট মাধ্যমে। এর মধ্যেই বাচ্চাটি সারাকে আন্টি অর্থাৎ কাকিমা ডাকাতেও নেট মাধ্যমে শুরু হয় সমালোচনা। লোকজন বলতে থাকেন, বাচ্চার নাম করে আসলে মহিলাই ছবি তুলতে চেয়েছিলেন। তবে সারার ব্যবহার মন জয় করে নেয় সকলের! এই ভিডিও এখন তুমুল ভাইরাল!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan-Viral Video: "কাকিমা, চিপস খাবে?" সারাকে কাকিমা ডেকে চিপস এগিয়ে দিল ভক্ত! তারপর? তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল