ভাবছেন তো হঠাৎ করে সারার কথা কেন বলা হচ্ছে? কারণ সম্প্রতি তাঁর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে! সেখানে দেখা যাচ্ছে সারা এয়ারপোর্ট থেকে ফিরছেন! একদম ক্যাসুয়াল পোশাকে। নায়িকা সুলভ চাকচিক্য ছাড়াই ঝলমল করছেন তিনি! আর তাঁকে দেখেই এক মহিলা ভক্ত এগিয়ে এলেন। ওই ভক্ত সারাকে বলেন, “তাঁর নাতনি সারার সঙ্গে একটি ছবি তুলতে চাইছে, যদি সারা রাজি হন?” সারা সঙ্গে সঙ্গে হাসি মুখে রাজি হয়ে যান! এরপরেই ঘটে কাণ্ড!
advertisement
ওই মহিলা তাঁর নাতনিকে নিয়ে সারার সঙ্গে ছবি তোলেন। এরপর সারা তাঁর গাড়িতে উঠতে যাবেন, এমন সময় ওই মহিলা তাঁর নাতনিকে বলে, ‘চিপস খেতে বলো ওঁকে প্লিজ’ বাচ্চাটি এই কথা জানায় সারাকে। সঙ্গে সঙ্গে হাসি মুখে সারা জানায়, ইশ যদি একটা চিপস খেতে পারতাম। ডায়েটের জন্য সারা চিপস খান না! এর পরেই ওই বাচ্চাটি তাঁর দিদাকে জানতে চায়, ” কে ছিল উনি?” বাচ্চাটি চেনেই না সারাকে। এই ভিডিও দেখেই নেটিজেনরা ওই মহিলা ভক্তের সমালোচনা শুরু করে নেট মাধ্যমে। এর মধ্যেই বাচ্চাটি সারাকে আন্টি অর্থাৎ কাকিমা ডাকাতেও নেট মাধ্যমে শুরু হয় সমালোচনা। লোকজন বলতে থাকেন, বাচ্চার নাম করে আসলে মহিলাই ছবি তুলতে চেয়েছিলেন। তবে সারার ব্যবহার মন জয় করে নেয় সকলের! এই ভিডিও এখন তুমুল ভাইরাল!