সম্প্রতি নিজের ওয়েট লস জার্নি নিয়ে কথা বলেছেন সারা (Sara Ali Khan)। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রথম অমৃতা সিংই বলেছিলেন যে, এবার তাঁর জীবনে পরিবর্তন আনা দরকার। অমৃতা বুঝিয়েছিলেন এখন আর মোটা থেকে লাভ নেই। অভিনয়ে আসতে গেলে ওজন কমাতে হবে। শারীরিক ভাবে সুস্থতার দিকে যেতে তিনিই অনুপ্রাণিত করেছিলেন।
আরও পড়ুন - স্বচ্ছ কালো লেসের পোশাকে ধরা দিলেন প্রিয়াঙ্কা! নায়িকার গ্ল্যামারাস লুকে মুগ্ধ নেটিজেন
advertisement
সারা বলছেন, "আমাকে নিজের জন্য রোগা হতেই হতো। আমার ওজন কমাতেই হতো। এটা কোনও গর্বের বিষয় নয়। এটা স্বাস্থ্য ভালো রাখার জন্য। ওই সময়টায়ে মা আমাকে রাস্তা দেখিয়েছিল।" শুধু ওজন কমানোর জন্য। ছবি ফ্লপ করলে কী ভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই শিক্ষাও মায়ের কাছ থেকেই পেয়েছেন সারা (Sara Ali Khan)।
লাভ আজ কাল বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে মন খারাপ করেছিলেন অভিনেত্রী। তখন অমৃতাই মেয়েকে বুঝিয়েছিলেন। তিনি বলছেন, "তুমি দর্শকদের জন্য ছবিতে অভিনয় করো। তোমার অভিনয় যদি দর্শক পছন্দ না করে, তাহলে নিশ্চয়ই তোমার কোনও ভুল আছে।" অমৃতার এই কথায় আবার ঘুরে দাঁড়িয়েছিলেন সারা। নিজের ভুল শুধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবেই মেয়ের পাশে সব সময়ে থেকেছেন অমৃতা।
সারার বিপরীতে অতরঙ্গি রে ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার ও ধানুশ। ছবিতে দুই পুরুষেরই প্রেমে পড়বেন সারা। ছবির পরিচালক আনন্দ এল রাই। ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।