বলিউডে একের পর এক হিট ছবি রয়েছে সারার। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ছবি করেই সিনেমা জগতে পা রাখেন তিনি। প্রথম থেকেই সকলের নজরে আসেন সারা। তারপর রণবীর সিং, বরুণ ধাওয়ান, ধানুশ, অক্ষয় কুমার কে নেই তাঁর নায়কের তালিকায়! সারা ট্রাভেল ভ্লগও বানান। বিভিন্ন জায়গায় গিয়ে সেখান কার ভিডিও করে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করেন।
advertisement
সেখানে কখনও দেখা যায় নাচছেন সারা, আবার কখনও দাঁত তুলতে গিয়েছেন সেই ভিডিও-ও পোস্ট করেন। তবে সারা যে এই কাণ্ড করতে পারেন তা কারও ভাবনার বাইরে। সারাকে মাঝে মধ্যেই বিমান বন্দরে দেখা যায়। সেখানে সকলের সঙ্গে হেসেই কথা বলেন তিনি। বলিউডের অন্য স্টারেদের মতো স্টারডাম খুব একটা নেই তাঁর। তাই বলে তিনি এমন কাণ্ড ঘটাবেন, তা ভাবনার অতীত।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দিল্লি থেকে মুম্বই ফেরার জন্য ফ্লাইটে ওঠেন সারা। ফ্লাইটে সারাকে দেখতে পেয়েই সকলেই উত্তেজিত হয়ে পড়েন। এয়ারহোস্টেস থেকে সাধরণ যাত্রীরা সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। আর তখনই কাণ্ড ঘটান সারা। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে পড়লে এড়িয়ে যান তারকারা। কিন্তু সারা একেবারে উল্টো কাজ করলেন। তিনি নিজে এগিয়ে এসে সকলের সঙ্গে সেলফি তুললেন। যাত্রীদের ফোন নিজের হাতে নিয়ে সেলফি তুলে দিলেন। তারপর হাসি মুখে নিজের সিটে গিয়ে বসলেন। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়। সকলেই প্রশংসা করেছেন সারার। নেটিজেনরা বলছেন মাটির মানুষ সারা আলি খান।