TRENDING:

‘বাংলার কাজে লাগতে চাই’, নবান্নে এসে দিদিকে বললেন সঞ্জয় দত্ত !

Last Updated:

ফের শহরে সঞ্জয় দত্ত ৷ তবে এবার কোনও সিনেমার শ্যুটিংয়ে নয় ৷ একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি ৷ আর কলকাতায় পা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে সঞ্জয় দত্ত ৷ তবে এবার কোনও সিনেমার শ্যুটিংয়ে নয় ৷ একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি ৷ আর কলকাতায় পা রাখতেই, সঞ্জয় দত্তের গাড়ি ছুটল সোজা নবান্নে ! দিদির সঙ্গে সাক্ষাৎ করেই কলকাতায় দিন শুরু করলেন বলিউডের মুন্নাভাই !
advertisement

‘যাদু কি ঝাপ্পি’ নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বাংলায় ‘দিদি’ডেকে মু্ন্নাভাই নিলেন আর্শীবাদ৷ আর মুখে উজ্জ্বল হাসি মিশিয়ে দিদিকে জানালেন ‘থ্যাঙ্ক ইউ’ ৷

সোমবার বিকেল ৫টা নাগাদ নবান্নে পা রাখলেন বলিউডের সঞ্জয়বাবা ৷ প্রায় আধঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠলেন তিনি ৷ নবান্নে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানালেন, ‘এই সাক্ষাৎ একেবারেই ব্যক্তিগত ৷ দিদিকে ধন্যবাদ জানিয়েছি ৷ আর্শিবাদ নিয়েছি ৷ পরিণীতির সময় কলকাতায় এসেছিলাম ৷ এবার কলকাতাকে দেখে মনে হল, অনেকটাই বদলে গিয়েছে ৷ দিদি খুব ভালো কাজ করছেন ৷ শুধু কলকাতার জন্য নয় ৷ পুরো বাংলা জুড়েই তিনি রয়েছেন৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সঞ্জয় দত্ত আরও বললেন, ‘সংশোধনাগারে থাকা কয়েদিদের পুনর্বাসনের জন্য কাজ করতে চাই৷ তাই নিয়ে দিদির সঙ্গে কথা হয়েছে ৷ শুধু তাই নয়, নভেম্বরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য দিদি আমাকে আমন্ত্রণ জানিয়েছে ৷ আমি আসব ৷ দিদিকে কথা দিয়েছি ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাংলার কাজে লাগতে চাই’, নবান্নে এসে দিদিকে বললেন সঞ্জয় দত্ত !