TRENDING:

‘বাংলার কাজে লাগতে চাই’, নবান্নে এসে দিদিকে বললেন সঞ্জয় দত্ত !

Last Updated:

ফের শহরে সঞ্জয় দত্ত ৷ তবে এবার কোনও সিনেমার শ্যুটিংয়ে নয় ৷ একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি ৷ আর কলকাতায় পা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে সঞ্জয় দত্ত ৷ তবে এবার কোনও সিনেমার শ্যুটিংয়ে নয় ৷ একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি ৷ আর কলকাতায় পা রাখতেই, সঞ্জয় দত্তের গাড়ি ছুটল সোজা নবান্নে ! দিদির সঙ্গে সাক্ষাৎ করেই কলকাতায় দিন শুরু করলেন বলিউডের মুন্নাভাই !
advertisement

‘যাদু কি ঝাপ্পি’ নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বাংলায় ‘দিদি’ডেকে মু্ন্নাভাই নিলেন আর্শীবাদ৷ আর মুখে উজ্জ্বল হাসি মিশিয়ে দিদিকে জানালেন ‘থ্যাঙ্ক ইউ’ ৷

সোমবার বিকেল ৫টা নাগাদ নবান্নে পা রাখলেন বলিউডের সঞ্জয়বাবা ৷ প্রায় আধঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠলেন তিনি ৷ নবান্নে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানালেন, ‘এই সাক্ষাৎ একেবারেই ব্যক্তিগত ৷ দিদিকে ধন্যবাদ জানিয়েছি ৷ আর্শিবাদ নিয়েছি ৷ পরিণীতির সময় কলকাতায় এসেছিলাম ৷ এবার কলকাতাকে দেখে মনে হল, অনেকটাই বদলে গিয়েছে ৷ দিদি খুব ভালো কাজ করছেন ৷ শুধু কলকাতার জন্য নয় ৷ পুরো বাংলা জুড়েই তিনি রয়েছেন৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সঞ্জয় দত্ত আরও বললেন, ‘সংশোধনাগারে থাকা কয়েদিদের পুনর্বাসনের জন্য কাজ করতে চাই৷ তাই নিয়ে দিদির সঙ্গে কথা হয়েছে ৷ শুধু তাই নয়, নভেম্বরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য দিদি আমাকে আমন্ত্রণ জানিয়েছে ৷ আমি আসব ৷ দিদিকে কথা দিয়েছি ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাংলার কাজে লাগতে চাই’, নবান্নে এসে দিদিকে বললেন সঞ্জয় দত্ত !