সাদা কুর্তা ও পাজামা পরা পণ্ডিতদের সঙ্গে পুজো করছেন সঞ্জয়। তথ্য অনুসারে, সঞ্জয় দত্ত তাঁর পূর্বপুরুষদের জন্য গয়ার বিষ্ণুপাদের কাছে ফাল্গু ঘাট, বটবৃক্ষ এবং দেবঘাটে পিন্ড দান করেছেন। অভিনেতার এই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। ছেলে হিসেবে তাঁর এই রীতি পালনে নেটিজেনরা প্রসংশা করছেন৷
advertisement
বিহারের গয়ায় পূর্বপুরুষদের পিন্ড দানের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে, এখানে পূর্বপুরুষদের পিন্ডদান করা হলে সেই ব্যক্তির আত্মা সরাসরি মোক্ষ লাভ করে। আবার আজ, পৌষ অমাবস্যার দিন পূর্বপুরুষদের স্মরণ করার রীতি রয়েছে৷ এবং তাঁকে শুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ অতএব, সঞ্জয় দত্তও তার বাবা প্রয়াত অভিনেতা সুনীল দত্ত এবং মা নার্গিস দত্তের আত্মার শান্তির জন্য পিন্ড দান দিতে সেখানে পৌঁছেছিলেন।
২৫ মে ২০০৫-এ প্রয়াত হন অভিনেতা সুনীল দত্ত। সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত ১৯৮১ সালের ৩ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
সঞ্জয় দত্তকে শেষবার শাহরুখ খানের ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। খুব শিগগিরই অনেক বড় প্রজেক্টে দেখা যাবে এই অভিনেতাকে।