TRENDING:

Sanjay Dutt : জীবনে মা-বাবাকে দিয়েছেন অনেক আঘাত, এবার গয়ায় তাঁদের উদ্দশ্যে পিন্ডদান করলেন সঞ্জয় দত্ত, ভিডিও ভাইরাল

Last Updated:

Pind Daan: সাদা কুর্তা ও পাজামা পরা পণ্ডিতদের সঙ্গে পুজো করছেন সঞ্জয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গয়া: অভিনেতা সঞ্জয় দত্ত তাঁর পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ড দান করলেন। সম্প্রতি বিহারের গয়ায় পৌঁছেছেন সঞ্জুবাবা। চার্টার্ড প্লেনে করে গয়া পৌঁছেছিলেন বলিউড অভিনেতা৷ এখানেই বাবা সুনীল দত্ত এবং মা নার্গিস দত্তের আত্মার শান্তির কামনায় এই কর্তব্য পালন করলেন ছেলে সঞ্জয়। একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত পণ্ডিতদের সঙ্গে বসে রয়েছে এবং তাঁদের নির্দেশ মতো সম্পূর্ণ রীতি মেনে পিন্ড দান এবং তর্পণ করছেন।
advertisement

সাদা কুর্তা ও পাজামা পরা পণ্ডিতদের সঙ্গে পুজো করছেন সঞ্জয়। তথ্য অনুসারে, সঞ্জয় দত্ত তাঁর পূর্বপুরুষদের জন্য গয়ার বিষ্ণুপাদের কাছে ফাল্গু ঘাট, বটবৃক্ষ এবং দেবঘাটে পিন্ড দান করেছেন। অভিনেতার এই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। ছেলে হিসেবে তাঁর এই রীতি পালনে নেটিজেনরা প্রসংশা করছেন৷

আরও পড়ুনDharmendra’s Lucky Charm: হেমা তো জীবনে পরে এসেছেন, শুরু থেকে জীবনে যাঁকে ‘পয়মন্ত’ বলে মানতেন ধর্মেন্দ্র… চিনে নিন তাঁকে

advertisement

বিহারের গয়ায় পূর্বপুরুষদের পিন্ড দানের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে, এখানে পূর্বপুরুষদের পিন্ডদান করা হলে সেই ব্যক্তির আত্মা সরাসরি মোক্ষ লাভ করে। আবার আজ, পৌষ অমাবস্যার দিন পূর্বপুরুষদের স্মরণ করার রীতি রয়েছে৷ এবং তাঁকে শুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ অতএব, সঞ্জয় দত্তও তার বাবা প্রয়াত অভিনেতা সুনীল দত্ত এবং মা নার্গিস দত্তের আত্মার শান্তির জন্য পিন্ড দান দিতে সেখানে পৌঁছেছিলেন।

advertisement

২৫ মে ২০০৫-এ প্রয়াত হন অভিনেতা সুনীল দত্ত। সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত ১৯৮১ সালের ৩ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সঞ্জয় দত্তকে শেষবার শাহরুখ খানের ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। খুব শিগগিরই অনেক বড় প্রজেক্টে দেখা যাবে এই অভিনেতাকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sanjay Dutt : জীবনে মা-বাবাকে দিয়েছেন অনেক আঘাত, এবার গয়ায় তাঁদের উদ্দশ্যে পিন্ডদান করলেন সঞ্জয় দত্ত, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল