আরও পড়ুনঃ হইচই সিরিজ এই প্রথমবার হিন্দিতে! জাতীয় মাধ্যমে সোহিনী, রাজনন্দিনীর ‘সম্পূর্ণা’
অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন গতকাল। এবং ক্যাপশনে লেখেন ‘আমাদের গল্প’। বিয়ের ভিডিও-তে সন্দীপ্তা বলেন যে সৌম্য তাঁর নিজের থেকেও বেশি তাঁর খেয়াল রাখে, তাই সেরকম মানুষকে বিয়ে করতেই হত। তিনি আরও বলেন যে, সৌম্যর সঙ্গে হাসতে, কাঁদতে দুটোই তাঁর ভাললাগে। সেইজন্যই তাঁরা একসঙ্গে আছেন। অপরদিকে, সৌম্য বলেন তাঁরা দুজন-দুজনের জন্য একেবারে সঠিক।
দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। সঙ্গে হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছিলেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছিল তাঁদের বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক এবং তাঁর দল। সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী রইলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা।