গতকাল থেকেই শোকের ছায়া নেমেছে গোটা সঙ্গীত জগতের আকাশে। প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের আজ শেষকৃত্য । পিস ওয়ার্ল্ড থেকে সংগীত অ্যাকাডেমি হয়ে রবীন্দ্র সদনে মরদেহ রাখা হয়েছে । বিকেল পাঁচটা পর্যন্ত শেষশ্রদ্ধা জানিয়েছেন সকলে। টলিউডের গানের জগত থেকে অভিনয় জগতের সকলেই ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন সেখানে। সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর। মুখ্যমন্ত্রী-সহ কেওড়াতলা মহাশ্মশানে পথে গীতশ্রীর মরদেহ নিয়ে যাওয়া হল।
advertisement
রাস্তায় চোখে পড়ার মতো ভিড় নজরে এল এদিন। সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukherjee) বহু মানুষের আত্মার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তাঁর গানে। আজ তাঁর মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। কালীঘাট, সনদানন্দ রোড, হরিশ মুখার্জী রোডের দু'ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ। কলকাতার পুরনো বাড়ির বারান্দায় একবার শেষ দেখার জন্য বৃদ্ধ বৃদ্ধাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু'ধারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি সহ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বহু মানুষ। কোথাও কোনও রাজনৈতিক পতাকা নেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ যাত্রায় হাঁটলেন মুখ্যমনন্ত্রী। গোটা শেষ যাত্রা জুড়ে বাজানো হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণীয় সব গান। চোখে জল গোটা বাঙালির।
শিল্পীকে একবার শেষ দেখা দেখতে এসেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। বহু মানুষ আজ সামিল হয়েছেন এই যাত্রায়।(Sandhya Mukherjee) সকলেই চোখের জলে বিদায় জানাচ্ছেন শিল্পীকে। সঙ্গীত জগতের নক্ষত্র পতনে শোকের ছায়া গোটা রাজ্যে। সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর