TRENDING:

Samantha Ruth Prabhu : চার বছরের দাম্পত্যে ইতি টানার পর সামান্থা এ বার হৃষিকেশে বিটলস আশ্রমে

Last Updated:

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ছুটি কাটাচ্ছেন হৃষিকেশে (Rishikesh)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ছুটি কাটাচ্ছেন হৃষিকেশে (Rishikesh) ৷ তিনি গিয়েছিলেন মহাঋষি মহেশ যোগী আশ্রমে ৷ এই আশ্রমের জনপ্রিয় পরিচয় ‘বিটলস আশ্রম’ (Beatles Aashram) বলে ৷ অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু তথা ডিজাইনার মডেল শিল্পা রেড্ডি ৷
advertisement

তাঁর বেড়ানোর ছবি শেয়ার করেছেন সামান্থা ৷ ছবির সঙ্গে লিখেছেন, ‘‘ একদিন যেখানে বিটলস দাঁড়িয়ে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে আমি ৷ আমি মহাঋষি মহেশ যোগীর আশ্রমে ৷ এখানেই তাঁরা ‘ট্রান্সসেন্ডাল মেডিটেশন’ অনুশীলন করেছিলেন ৷ লিখেছিলেন তাঁদের বিখ্যাত গানগুলির মধ্যে কিছু গান’’ ৷

আরও পড়ুন : বিমানবন্দরে সবসময়ে কৃত্রিম পা খুলতে বলা হয় তাঁকে ! প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন সুধা চন্দ্রন

advertisement

চলতি মাসের গোড়ায় বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন সামান্থা এবং নাগা চৈতন্য ৷ তাঁরা বিয়ে করেছিলেন ২০১৭ সালে ৷ সামাজিক মাধ্যমে সামান্থা লিখেছিলেন, ‘‘ আমাদের সকল শুভার্থীদের প্রতি ৷ বহু চিন্তাভাবনার পর আমি এবং চৈতন্য ঠিক করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আলাদা পথে পা রাখব ৷ এক দশকের বেশি সময় ধরে বন্ধু থাকতে পেরে আমরা ভাগ্যবান ৷ এই বন্ধুত্ব ছিল আমাদের সম্পর্কের ভিত্তি৷ আমরা বিশ্বাস করি, এই বিশেষ বন্ধন আমাদের মধ্যে সব সময় থাকবে ৷’’

advertisement

আরও পড়ুন : দরজা খুলতেই অমিতাভ বচ্চনের ব্যারিটন কণ্ঠস্বর! কলকাতার ভক্তের 'বিশেষ গাড়ি' পেল ভগবানের দেখা...

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সামান্থা রুথ প্রভুকে এর পর দেখা যাবে ‘কাথুভাকুলা রেন্ডু কড়াল’ এবং ‘শকুন্তলম’ ছবিতে ৷ সম্প্রতি তাঁর ডিজিটাল বিনোদন জগতে অভিষেক ঘটেছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ সিরিজে ৷ সিরিজে ‘রাজি’-র ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Samantha Ruth Prabhu : চার বছরের দাম্পত্যে ইতি টানার পর সামান্থা এ বার হৃষিকেশে বিটলস আশ্রমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল