তাঁর বেড়ানোর ছবি শেয়ার করেছেন সামান্থা ৷ ছবির সঙ্গে লিখেছেন, ‘‘ একদিন যেখানে বিটলস দাঁড়িয়ে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে আমি ৷ আমি মহাঋষি মহেশ যোগীর আশ্রমে ৷ এখানেই তাঁরা ‘ট্রান্সসেন্ডাল মেডিটেশন’ অনুশীলন করেছিলেন ৷ লিখেছিলেন তাঁদের বিখ্যাত গানগুলির মধ্যে কিছু গান’’ ৷
আরও পড়ুন : বিমানবন্দরে সবসময়ে কৃত্রিম পা খুলতে বলা হয় তাঁকে ! প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন সুধা চন্দ্রন
advertisement
চলতি মাসের গোড়ায় বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন সামান্থা এবং নাগা চৈতন্য ৷ তাঁরা বিয়ে করেছিলেন ২০১৭ সালে ৷ সামাজিক মাধ্যমে সামান্থা লিখেছিলেন, ‘‘ আমাদের সকল শুভার্থীদের প্রতি ৷ বহু চিন্তাভাবনার পর আমি এবং চৈতন্য ঠিক করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আলাদা পথে পা রাখব ৷ এক দশকের বেশি সময় ধরে বন্ধু থাকতে পেরে আমরা ভাগ্যবান ৷ এই বন্ধুত্ব ছিল আমাদের সম্পর্কের ভিত্তি৷ আমরা বিশ্বাস করি, এই বিশেষ বন্ধন আমাদের মধ্যে সব সময় থাকবে ৷’’
আরও পড়ুন : দরজা খুলতেই অমিতাভ বচ্চনের ব্যারিটন কণ্ঠস্বর! কলকাতার ভক্তের 'বিশেষ গাড়ি' পেল ভগবানের দেখা...
সামান্থা রুথ প্রভুকে এর পর দেখা যাবে ‘কাথুভাকুলা রেন্ডু কড়াল’ এবং ‘শকুন্তলম’ ছবিতে ৷ সম্প্রতি তাঁর ডিজিটাল বিনোদন জগতে অভিষেক ঘটেছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ সিরিজে ৷ সিরিজে ‘রাজি’-র ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷