জানা গিয়েছে, ভৈরবী বৈদ্য দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন৷ গত ৬ মাস ধরেই এই রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি৷ অবশেষে মারণ রোগের কাছে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী৷ প্রায় ৪৫ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী৷ একাধিক হিন্দি ধারাবাহিক, সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে৷ শেষবার তাকে দেখা গিয়েছিল ‘নিমা ডেঞ্জংপা’ নামক একটি ধারাবাহিকে।
advertisement
আরও পড়ুন- অরিজিৎ সিং কত টাকা নেন ‘বিয়ে’-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে
ভৈরবী বৈদ্যর উল্লেখযোগ্য বলিউড ছবিগুলোর মধ্যে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘তাল’। এই ছবিতে ‘জানকি’র চরিত্রে অভিনয় করেছিলেন ভৈরবী। এই চরিত্রের জন্য তাঁর অভিনয়ও দারুণ প্রশংসিত হয়েছিল। এছাড়া সলমান খানের ‘চোরি চোরি চুপকে চুপকে’তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন ভৈরবী বৈদ্য৷ হিন্দি ছাড়াও গুজরাটি নাটক, ধারাবাহিক ও ছবিতেও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তারকাদের একাংশ৷