এর আগে দেখা গিয়েছে এক ভক্ত সলমনের সঙ্গে ছবি তুলতে এলে, ফোন নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। এরকম অনেক ঘটনাই ঘটিয়েছেন তিনি। সলমনের রাগ কে না জানেন। তবে কিছু দিন আগে মুম্বইতে এক বিরল ঘটনা ঘটে গেল! যা দেখে ফের পুরোনো সলমনকে ফিরে পেল ভক্তরা। এই ভিডিও দেখলে আপনিও অবাক হবেন। সল্লু ভাই যে আসলেই মনের রাজা, এই ভিডিও তার প্রমাণ।
advertisement
আরও পড়ুন: ‘আমার সিকিউরিটির থেকে মানুষের জীবন দামি!” মানবিক অভিষেক! যা ঘটল পুরুলিয়ার সভায়!
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খান তাঁর রক্ষীদের সঙ্গে মুম্বই বিমান বন্দরে ফ্লাইট ধরতে যাচ্ছেন। এমন সময় সলমনকে দেখেই ফ্যানেরা চিৎকার করতে থাকেন। হঠাৎ করেই সলমন খান দাঁড়িয়ে পড়েন। এবং নিজের দুহাত এগিয়ে দেন। ভিড়ের মাঝখান থেকে ছুটে আসে এক খুদে ছেলে। সলমনকে জড়িয়ে ধরে সেই খুদে। সল্লুও বুকে টেনে নেন তাঁর ভক্তকে। সলমন যে বাচ্চাদের পছন্দ করেন তার প্রমাণ আগেও পাওয়া গেছে। তবে এই ভালবাসার ভিডিও যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। বাচ্চাটির মুখের হাসি মন ভরিয়েছে ভক্তদের। আসলেই তিনি সলমন খান, তার প্রমাণ ফের একবার পাওয়া গেল। চেনে ছন্দে ধরা দিলেন সল্লু।