TRENDING:

টাইগারের জন্মদিন! ভাইজানের জন্মদিনে খুশিতে ভরিয়ে স্পেশাল গিফট দিলেন ক্যাটরিনা

Last Updated:

নজর কেড়েছে ক্যাটরিনা কাইফের উইশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের ভাইজান সলমন খান। তাঁর জীবনের বিশেষ দিন আজ। ৫৭তম জন্মদিনে প্রাক্তন বান্ধবী তাঁকে শুভেচ্ছা জানালেন। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা তাঁর জন্মদিনে সুন্দর সুন্দর উইশ করেছেন, কিন্তু তারমধ্যে থেকে নজর কেড়ে নিয়েছে ক্যাটরিনা কাইফের উইশ।
advertisement

ক্যাটরিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সলমনের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "টাইগারের জন্মদিন"। কালো সাদা সেই ছবিতে সলমন খান হাত মুঠো করে এক কিলার লুকে। সেই ছবি শেয়ার করেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাক্তন বান্ধবী। 'টাইগার' নামটা তিনবার লিখে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

advertisement

আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ

আরও পড়ুন : ২৯ ডিসেম্বরের মধ্যে জেলার সব কোভিড হাসপাতাল চালু করার জোর তৎপরতা শুরু

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, কোটি কোটি টাকার মালিক সলমন খান কোনও প্রাসাদসম বাড়িতে থাকার কথা, কিন্তু তিনি না থেকে সেখানে তাঁর বাড়ি জসলা বা মন্নতের মতও নয়, এত কোটি কোটি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন ৷ কোনও সাতমহলা রাজপ্রাসাদের থেকে বান্দ্রার ফ্ল্যাটই তাঁর প্রিয় ৷ এর কারণ হল বান্দ্রার তাঁর ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটে ঠিক থাকেন তাঁর বাবা, মা ৷ ছোটবেলা থেকেই এই বিল্ডিং তাঁর পরিবারের মত ৷ তিনি যখন ছোট ছিলেন সেই বিল্ডিং-এর বাচ্চারা একসঙ্গে খেলা করতেন ৷ এই বাড়ির সঙ্গে বহু পুরনো স্মৃতি জড়িয়ে আছে ৷ সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তরা ভিড় করেন যাতে তাঁদের স্বপ্নের নায়ককে দেখতে পান ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টাইগারের জন্মদিন! ভাইজানের জন্মদিনে খুশিতে ভরিয়ে স্পেশাল গিফট দিলেন ক্যাটরিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল